![]() |
অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০১: ৩৭
উত্তরা ইউনিভার্সিটির সহ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী। মঙ্গলবার তাঁর যোগদান উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটির সভাকক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা লেখা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত সহ-উপাচার্যকে। রাষ্ট্রপতি ১১ জানুয়ারি গৌর গোবিন্দ গোস্বামীকে উত্তরা ইউনিভার্সিটির সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। উত্তরা ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ইয়াসমীন আরা বলেন,
‘আজ একটি নতুন দিনের শুভ সূচনা হতে যাচ্ছে। আমরা গৌর গোবিন্দ গোস্বামীকে আমাদের উত্তরা ইউনিভার্সিটির পরিবারে নতুন একজন সদস্য হিসেবে পেয়েছি। তাঁর এই যোগদান উত্তরা ইউনিভার্সিটির অগ্রযাত্রায় আরও গতি সঞ্চার করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন বলেন,
‘দীর্ঘদিন পর আমরা ইউনিভার্সিটির বাইরে থেকে একজন সহ-উপাচার্য পেলাম। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো।’
নব-নিযুক্ত সহ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, উপদেষ্টা, কোষাধ্যাক্ষ, বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারম্যানেরা।
সূত্র: প্রথমআলো
0 মন্তব্যসমূহ