সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সনাতন পার্টি, ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২১
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সনাতন পার্টি
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন বাংলাদেশ সনাতন পার্টির (একাংশ) নেতারা। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তাঁরা।
সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন,
বর্তমান সরকার ডেঙ্গু ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যেমন ব্যর্থ হয়েছে, তেমনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতেও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সরকার নির্বাক, চোখে কালো চশমা পরে আছে।
সনাতন পার্টির উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দিপঙ্কর শিকদার বলেন,
২০০১ থেকে ২০২৩ পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সংঘটিত একটি ঘটনারও সুষ্ঠু বিচার করেনি বর্তমান সরকার। ভবিষ্যতে যেন এ ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে, তাই অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে।
সূত্র: প্রথমআলো
0 মন্তব্যসমূহ