হবিগঞ্জ প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩০
বিশ্বকর্মা পূজায় নাচানাচি করার সময় দু’দল যুকবদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ৬ জনকে আটক করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার সুদন চন্দ্র দাস জানান, গত মঙ্গলবার রাতে রামেশ্বর গ্রামের মৃত মঙ্গল মল্লিকের বাড়ির পাশে একটি খোলা জায়গা বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। সন্ধ্যার পর পূজা প্যান্ডেলে এলাকার হিন্দু-মুসলিম যুবকরা মিলে নেচে গেয়ে আনন্দ করছিল। নাচানাচি এক পর্যায়ে যুবকদের মাঝে হাতাহাতি শুরু হয়। পরবতীর্তে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় কিছু লোক সময় পূজামন্ডবস্থলে ভাঙচুর করে। এ ঘটনায় রামপ্রসাদ সরকার (৩৪), সুজন সরকার (২১), শ্যামল সরকার (২৭) অঞ্জন সরকার (২২), গৌতম দাস (২১) নিবেশ সূত্রধর (৪৫), গোবিন্দ সরকার (২৭) পরিমল সরকার(৩০) হীরেন্দ্র সরকার(৩২), শ্যামল (৪৫) অয়ন বিশ্বাস (৮০) এবং বিকাশী মল্লিক (২১) আহত হন। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পরিস্থিতি শান্ত করতে এবং জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ওই গ্রামের সফিক মিয়া (৫০) তার ছেলে হাফিজ মিয়া (২২), মধু মিয়া (৫০) এবং ছাতিয়াইন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসি বেগমের ছেলেসহ ৬ জনকে আটক করা হয়েছে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম খাঁন জানিয়েছেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় কোন মামলা হয়নি।
বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। সঠিক তদন্ত করে এ ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে বলে জানান তারা।
সূত্র: দেশরূপান্তর
0 মন্তব্যসমূহ