বরগুনা জেলার বামনা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক সনাতন ধর্মাবলম্বী পুলিশকে মালাউনের বাচ্চা বলে গালি দিলেন



বরগুনার বামনা উপজেলা চেয়ারম্যান ও বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা পুলিশের এক অমুসলিম এসআই কে উদ্দেশ্যে করে মালাউনের বাচ্চা বলে গালি দিচ্ছে।

উনি যে গালিটা দিয়েছে সেটা সাম্প্রদায়িক গালি। কারণ পাকিস্তানিরা এটা বলেই হিন্দুদের গালি দিত। তখন থেকেই এটার শুরু। গালিটা সাম্প্রদায়িক হত না যদি সেটা মুসলমানদেরও দেয়া হয়। আমি আজ পর্যন্ত কখনও শুনি নাই কেউ কোনো মুসলমানকে মালাউনের বাচ্চা বলে গালি দিয়েছে।

আওয়ামিলীগের এই দূর্নীতিবাজ নেতা দূর্নীতির মামলায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার প্রমাণ কমেন্টে লিংক দেয়া আছে।

একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিগতভাবে কী বিশ্বাস করবেন, কোন ধর্ম সাপোর্ট করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি যখন জনগণের জন্য রাজনীতি করবেন তখন তার ব্যক্তি বিশ্বাস প্রয়োগ করতে পারবেন না। তিনি কোনো নির্দিষ্ট পক্ষকে সমর্থন করতে পারেন না। যদি করেন তাহলে তিনি ভুল করবেন, অন্যায় করবেন। 

আওয়ামীলীগের এই নেতা প্রকাশ্যে একটা ধর্মের মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করলেন। তার কাছে মানুষ আর ন্যায়বিচার পাবে না। অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাছি।


সূত্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ