রমজান মাসে হোটেল খোলা রাখায় কচুয়াতে হেফাজতের অভিযান

রমজান মাসে হোটেল খোলা রাখায় কচুয়াতে হেফাজতের অভিযান

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া বাজারে রমজান মাসে খাবারের দোকান/ হোটেল খোলা রাখায় কচুয়া বাজার কমিটির অভিযান। কেউ এদের বাঁধা দিচ্ছে না। ওরা হিংস্রভাবে শারীরিক লাঞ্চনার ভয় দেখিয়ে লাঠি হাতে দোকান খোলার জন্য কান ধরে উঠবস করাচ্ছে। ২০২৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশের এমন দৃশ্য অভাবনীয়।

অন্যের খাওয়া দাওয়া দেখলে নিজের লোভ নিয়ন্ত্রণে রাখতে না পারার শাস্তি অন্যদেরকেই দেয়া হচ্ছে। হাস্যকর। কি হাস্যকর!!

সম্পূর্ণ ভিডিও ফেসবুকে দেখুন। ভিডিও লিংক:

https://www.facebook.com/100078066941834/videos/601899358646232

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ