পাকিস্তানে 'রহমান নগর' লেখা ধাতুর পাত উড়ে গিয়ে বেড়িয়ে পড়ল আসল 'সীতা রোড' নাম

পাকিস্তানে 'রহমান নগর' লেখা ধাতুর পাত উড়ে গিয়ে বেড়িয়ে পড়ল আসল 'সীতা রোড' নাম

সত্য কখনো চাপা থাকে না


সম্প্রতি প্রবল বাতাসে পাকিস্তানে "রহমানী নগরের" নামাঙ্কিত বোর্ডের উপরে লাগানো ধাতুর পাত উড়ে যায়। ভেতর থেকে প্রকাশ্য হয়ে আসল নাম দেখা গেল "সীতা রোড"।


পাকিস্তানে দেশভাগের আগে পাকিস্তানে দাদু জেলার রেলওয়ে স্টেশনের এই স্থানের নাম ছিলো 'সীতা রোড' । ১৯৪৭ সালে দেশভাগের পর ইসলামী জনগণ এই নামের উপর লোহার পাতে 'রহমানী নগর' লিখে লাগিয়ে দেয় ।

 

কিন্তু সত্যকে বেশিদিন দাবিয়ে রাখা যায় না । শক্তিশালী ঝড়ো বাতাসে আয়রন শিট ভেঙে উড়ে যায় ও ভেতর থেকে প্রথমে লেখা পাথরে খোদাই করা নাম 'সীতা রোড' বেরিয়ে আসে ।


সূত্র: opindia

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ