সৈয়দপুরে হিন্দুর বাড়িতে মুসলমানের গরু জবাই

সৈয়দপুরে হিন্দুর বাড়িতে মুসলমানের গরু জবাই
সৈয়দপুরে হিন্দুর বাড়িতে মুসলমানের গরু জবাই |
Cow slaughtered by Muslims at Sayedpur Hindu house

জানু ২১, ২০২৩


সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে মুসলমানের গরু জবাই করায় নুর ইসলাম নামের একজন ব্যাক্তিকে আটক করেছে এলাকা বাসী। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালা পাড়ায়।


২০জানুয়ারি শুক্রবার সকাল ৯ টার সময় গৌরাঙ্গর বাড়িতে নুর ইসলাম একটি গরু পালনের জন্য গৌরাঙ্গর কাছে রাখে। গরু অসুস্থ হওয়ার কারণে পঞ্চমী গলার দড়ি কাটানোর জন্য ছুরি দেন নুর ইসলাম কে। নুর ইসলাম দড়ি কেটে দিয়ে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গর বাড়ির সামনে অসুস্থ গরুটি জবাই করেন। সেই জবাই করাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোক একত্রিত হয়ে নুর ইসলামকে আটক করে ৯৯৯ লাইনে ফোন করেন। 


সরকারী সেবা ৯৯৯ লাইনের সৈয়দপুর থানার জরুরী সেবার একটি পুলিশের টিম হাজির হয়ে পুলিশি হেফাজতে নেয় নুর ইসলাম কে। এলাকাবাসীর পক্ষে ধিরেন, পুলিন, গোপাল তারা সকলে বলেন, দীর্ঘদিন থেকে গৌরাঙ্গের বাড়িতে আসা যাওয়া করে নুর ইসলাম। একজন মুসলিম হয়ে রাতে বেরাতে একজন হিন্দুর বাড়িতে আসা যাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসী ইতি পূর্বে বাধাদিলে উল্টো এলাকাবাসী কে হুমকি দেন নুর ইসলাম। আমরা নুর ইসলামের সঠিক বিচারের জোর দাবি করছি। হিন্দুর বাড়িতে গরু জবাই করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 


এবিষয়ে গৌরাঙ্গ ও তার স্ত্রীর সাথে কথা হলে তারা বলেন,আমরা নুর ইসলামের গরু আদি হিসেবে পালন করি। গরুটি অসুস্থ হওয়ায় নুর ইসলামকে বিষয়টি অবহিত করলে সে দ্রুত বাসায় আসে। হিন্দুদের রেওয়াজ অনুযায়ী গরুর মৃত্যুর আগে গলার দড়ি কাটানো হয়, তাই ছুরি দেই। সে দড়ি কেটে দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে না জানিয়ে বাসার সামনে জবাই করে। সেই জবাই করাকে কেন্দ্র করে এলাকাবাসী উত্তেজিত হয়ে আটক করে নুর ইসলামকে। 


কথা হয় খিতিষ চন্দ্র রায় সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা, তিনি বলেন এ ধরনের কর্মকান্ড মেনে নেওয়ার মতো না, তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি করেছেন। আরোও কথা হয়, রঞ্জন কুমার সরকার সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর পৌর শাখা, তিনিও সঠিক বিচারের দাবি করেছেন। খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট তিনি বলেন, ঘটনা স্হান থেকে ফোন করলে আমি দ্রুত গিয়ে দেখি এলাকায় জনসাধারণ উত্তেজানা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে আসামীকে সৈয়দপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্হানে গিয়ে দেখা যায় এলাকায় থমথমে পরিস্থিতি তাই আসামীকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়েছে, বাদীপক্ষের মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Cow slaughtered by Muslims at Sayedpur Hindu house


A person named Noor Islam was arrested by local residents for slaughtering a Muslim cow in the house of a minority Hindu community. The incident took place in Bala Para of Ward No. 5 of Khatamdhupur Union of Syedpur Upazila


At 9 am on Friday 20th January, Noor Islam kept a cow near Gaurangar for rearing at Gaurangar home. As the cow was sick, Panchami gave a knife to Noor Islam to cut the neck cord. Noor Islam cut the rope and immediately slaughtered the sick cow in front of Gaurangar's house. People from the Hindu community gathered around the slaughter and arrested Noor Islam and called 999.


A police team of emergency services of Syedpur police station on the official service 999 line appeared and took Noor Islam into police custody. On behalf of the local residents, Dhiren, Pulin, Gopal, they all said that Noor Islam has been visiting Gaurang's house for a long time. Noor Islam threatened the local people when the local people prevented him from coming to the house of a Hindu to go out at night as a Muslim. We are demanding the correct trial of Noor Islam. The slaughter of cows at a Hindu's home drew mixed reactions in the area.


When we talked to Gaurang and his wife, they said, "We keep Nur Islam's cows as Adi." As the cow was sick, when Noor informed Islam about it, he quickly came home. According to the tradition of the Hindus, the throat of the cow is cut before it dies, so I give a knife. He cut the rope and immediately slaughtered in front of the house without telling me. Locals got excited about the slaughter and arrested Noor Islam.


Khitish Chandra Roy, Vice-President of Bangladesh Puja Udjakar Parishad Sayedpur Upazila branch, said that such activities are not acceptable and demanded proper trial subject to investigation. There is more talk, Ranjan Kumar Sarkar President, Bangladesh Puja Udjakar Parishad Saidpur Municipal Branch, he also demanded fair trial. Khatamdhupur Union Chairman Masood Rana Pilot said, When I called from the scene, I quickly went and saw that there was public excitement in the area and brought the situation under control. The accused was taken and handed over to Syedpur police station.


Syedpur police station officer-in-charge Saiful Islam said, after receiving the news, he went to the spot and found that the situation in the area was stagnant, so the accused was brought to Syedpur police station, the prosecution's case is being prepared.


sojasapta2

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ