"আকবর কি ভারতীয়? সেও তো বিদেশি শাসক। আমি যতদূর ইতিহাস জানি, ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবার জয়ী হয়ে ভারত দখল করে। এই বাবর পিতা ও মাতার দিক দিয়ে তৈমুর আর চেঙ্গিস খানের বংশধর, দুজনেই কুখ্যাত লুটেরা। বিদেশি বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লির সিংহাসন কেড়ে নেয়। আর আকবর সেই সিংহাসনে বসে ১৫৫৬ খ্রিস্টাব্দে টের বছর বয়েসে। মাত্র ৩০ বছরেই এই বিদেশি রাজশক্তি ভারতীয় হয়ে গেল? ইংরেজরা পলাশীর যুদ্ধ জয় করার পর ১৩৫ বছর কেটে গেছে,তাহলে ইংরেজরাই বা কি করে বিদেশি শক্তি হবে? কেউ কেউ আমাকে বলেন, মুঘলরা শেষ পর্যন্ত ভারতেই থেকে গেছিল, এ দেশেই বিয়ে সাদি করে ভারতীয় হয়ে গেছিল। তাদের আমি বলব, তা হলে আমরা এবারেও আরো দু-তিনশ বছর পরাধীন থেকে দেখি ইংরেজারাও পুরোপুরি ভারতীয় হয়ে যায় কি না ! তবে আর আন্দোলন করে লাভ কি? দাসত্ব করতেই আমরা অভ্যস্ত। "
বাল গঙ্গাধর তিলক ১৯০২ সালে জানকিনাথ ঘোষাল এর বাড়ির এক আলোচনায়।
https://www.facebook.com/groups/4182602401806539/posts/6883204831746269/
0 মন্তব্যসমূহ