হিন্দু এসএসসি পরীক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার

হিন্দু এসএসসি পরীক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার

প্রকাশ: ০১:৫০ pm ১২-১২-২০২২ হালনাগাদ: ০১:৫০ pm ১২-১২-২০২২, এইবেলা ডেস্ক


হিন্দু এসএসসি পরীক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার

 

নরসিংদী জেলায় সনাতনী সম্প্রদায়ের এসএসসি পরীক্ষার্থীদের সাখাঁ সিঁদুর পরে পরীক্ষার হলে প্রবেশ করতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার মূল হোতা নরসিংদী গার্লস স্কুলের একজন মুসলিম শিক্ষিকা।


নরসিংদী সরকারি সাটিরপাড়া গার্লস স্কুলে গত ১৯শে সেপ্টেম্বর এস এস সি বোর্ড পরীক্ষা কেন্দ্রের গেটে এক মুসলিম শিক্ষিকা পাঁচ জন সনাতনী মেয়েকে শাখা সিধুর পরা অবস্থা পরীক্ষার হলে প্রবেশ করতে বাধা নিষেধ করেন এবং তাদের সাথে বর্ণবাদী আচরন ও লাঞ্ছিত করেন ।  শিক্ষিকার এইরকম মনোভাবে আতঙ্কিত হিন্দু শিক্ষার্থীরা।


সনাতনী পরীক্ষার্থীদের বলা হয় কোন ভাবেই শাখাঁ সিঁদুর পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারপর তাদের প্রায় আধা ঘন্টা অতিরিক্ত সময় আটকে রেখে শাঁখা ভেঙে দেওয়া হয় এবং সিন্দুর মুছে ফেলা হয়, সেই সাথে তাদের সনাতনী ধর্মালম্বী হওয়ার অপরাধে বিভিন্ন ধরনের হয়রানি ও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সনাতন ধর্মে রীতি অনুসারে বিয়ের পর শাখা সিন্দুর বাধ্যতামূলক পড়তে হয়, স্বামী জীবিত থাকা অবস্থায়। পাঁচটি সনাতনী সম্প্রদায়ের মেয়েদের তারা ভয়ে আতংকিত হয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।


এইবেলাডটকম/মভশ


Source: eibela.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ