ছোটবেলায় পুজোর আগে দিন গুণতাম আর কতদিন বাকি পুজোর, এখন গুণি পুজোর আগে কতগুলো প্রতিমা ভাঙ্গা হল?

ছোটবেলায় পুজোর আগে দিন গুণতাম আর কতদিন বাকি পুজোর, এখন গুণি পুজোর আগে কতগুলো প্রতিমা ভাঙ্গা হল?

ছোটবেলায় পুজোর আগে দিন গুণতাম আর কতদিন বাকি পুজোর, এখন গুণি পুজোর আগে কতগুলো প্রতিমা ভাঙ্গা হল? একটু পর পর ভাবি পুজোটা ভালোয় ভালোয় যাবে তো?


"উপরের কথাগুলো কিন্তু  আমার না আমাদের।"


যাইহোক দুটি ঘটনা শেয়ার করার জন্য পোষ্টটি করা,


ঘটনা (১) --


কয়েকদিন আগে রমনা কালীমন্দির এ গিয়েছিলাম, যারা ওখানে গিয়েছেন তারা জানেন ওখানে প্রতিমা তৈরি হয়,এবং ওখানে জন-যাতায়াত রোজই হয়।


আমি যেদিন গিয়েছিলাম ওখানে মায়ের প্রতিমার সামনে বেশকিছু ছেলে (১৮-২০) বয়স হবে ছবি তুলছিলো, তারা মায়ের হাতে একবার ফুল দিচ্ছে একবার নামাচ্ছে,ওখানে হাসি-তামাসা করছিলো (প্রাকটিকালী আমরা যেটাকে বলি লুলামি)

ওটা চোখে পড়ছিলো বলে আমি ওদের জিজ্ঞেস করি ওদের নাম কি, কই পড়াশোনা করে, বাড়ি কই?


জানলে অবাক হবে তারা সকলে মুসলিম, আমি কিন্তু অবাক হইনি,আমি শিওর হতেই জিজ্ঞেস করেছিলাম। এরপর আমার যতটা যা বলার বলেছিলাম ওদেরকেই,অসাবধানতার জন্য মায়ের আঙ্গুল ভেঙ্গে যেতে পারতো, কিংবা ফুল শুকিয়ে দাগ হতে পারতো সর্বাপরি গো-মাংস খাওয়া অশুদ্ধ শরীরে কেই মাতৃপ্রতিমাকে ছোবে এটা আমার পছন্দ হয়নি।


আমি কর্তৃপক্ষের সাথে কথা বললাম, গতবারের তান্ডব নিয়েও বললাম যে কে ঢুকছে কি করছে একটু সতর্ক থাকুন, ঘটনা ঘটলে তো সব শেষ, তারা ঘটনা ঘটিয়ে পাগল সেজে যায়। তখন ওনারা বললেন এখানে ওমন হবেনা!! আমি বলছিলাম কুমিল্লার ওরাও কখনো ভাবিনি ওখানে ওমন হবে তাইনা।


যাই হোক আমার কথা ওনাদের ভালো লাগে নি চেহারায় তা বোঝা যাচ্ছিল।


ঘটনা (২) --


স্হানীয় এক বাজারে কিছু জিনিস নিতে গিয়েছিলাম, দোকান টা হিন্দু'র কিন্তু তার কর্মচারী মুসলিম, কথা প্রসংগে তারা কাজ করতে করতে একে অপরকে বলছে তারা অনেক দাওয়াত পেয়েছে এবং পুজো দেখতে যাবে। মা সাথে থাকায় আমাকে মুখ সামলে কথা বলতে হয় তারপরও  আমি বলি এই ছেলে তোমাদের হিন্দু'র পুজোয় কি কাজ?


তারা অকপটে বললো মেয়ে দেখতে যাবে!


আমি বললাম কেন হিন্দু মেয়ে কেন দেখতে হবে,তারা যা বলার বললে, আপনাদের মেয়েগুলো সুন্দরী!


আমি এরপর বলি,


মন্ডপে এবার অন্য ধর্মের ছেলে পেলেই পুলিশে দিবে, তারা অকপটে বললো আমি হিন্দু বন্ধুর র সাথে যাবো।

(বাহ! এরপর আর কি বলবো)


আসার সময় মা বললো আমাদের ছেলেপুলে হল বেয়াদপ ওরা আমাদের পুতুল পুজারী বলে গোমাংস খাওয়াতে চায় আর আমাদের গাধাগুলো ওদের ডাকে বাড়ির মেয়ে বৌ দেখাতে।


এখানে পোস্ট টি করার উদ্দেশ্য এখানে অনেক পুজো কমিটির লোক জন আছে, চোখ কানটা খোলা রাখবেন, হয়নি হয়না এসব শুধু বাহানা।এক্সিডেন্ট হয়না বলে কি ফাকা রাস্তা চোখ বুজে হাটেন? তবে যাকে মাতৃরূপে আহ্বান করেন তাকে যেখানে খুসি ফেলে রাখেন কেন?


এবং বালক-বালিকাদ্বয় নাড়ু -লুচি খাইয়ে নিজের পরিবারের সর্বনাশ করতে "ওরা এমন না বলা মুসলমান কে বাসায় কিংবা মন্ডপে আনবেন না। করা কেমন একটু সুযোগ দিলে টের পাবেন সুতরাং সাবধান হোন। সময় গেলে সাধন হবে না।

ঘটনা একবার ঘটে গেলে সেটা শোধরাবার সুযোগ পাবেন না।


সকলকে শুভ পঞ্চমী🌻🙏

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ