বগুড়া জেলার শিবগঞ্জ এর রহবল হিন্দু পাড়ায় দুটি মন্দিরের রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে


বগুড়া জেলার শিবগঞ্জ এর রহবল হিন্দু পাড়ায় দুটি মন্দিরের রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে

 
22 August 2022

বগুড়া জেলার শিবগঞ্জ এর রহবল হিন্দু পাড়ায় দুটি মন্দিরের রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। খবর পেয়ে থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন  করে। এদিকে এই মন্দির হামলার ঘটনায় এলাকার সনাতনী সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। তারা নিরাপত্তাহীনতায় আছেন এবং এ ঘটনার তীব্র নিন্দাসহ বিচার দাবি করেছেন এলাকাবাসী। রহবল হিন্দু পাড়া গ্ৰামের লক্ষ্মী মন্দির কমিটির সভাপতি নিত্যরঞ্জন সরকার বলেন, 


গতকাল রবিবার রাতে মন্দিরে প্রণাম করে গিয়ে ঘুমিয়ে পড়ি, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরের রক্ষিত লক্ষ্মী প্রতিমার মাথা ও আরেক প্রতিমার হাত ভাংচুর অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখে আমি তাৎক্ষনিক থানায় ফোন করি।


বগুড়া জেলার শিবগঞ্জ এর রহবল হিন্দু পাড়ায় দুটি মন্দিরের রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে

তিনি আরো বলেন, গ্ৰামের শেষ মাথায় হরিমন্দিরের হরির মুর্তিও রাতের অন্ধকারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ওই মন্দিরের সভাপতি কান্তি সাহার সঙ্গে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক কুমার এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

 আমি সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলার প্রস্তুতি চলছে । 


আমরা মানবাধিকার কর্মী হিসেবে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করছি বিষয়টি সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ।


বিকাশ চন্দ্র স্বর্ণকার

মানবাধিকার কর্মী HRCBM ।

https://www.facebook.com/bangladeshjatiohinduchatramahajot/posts/pfbid02YmbR55vPYdxLfiBMFxV5N91GbeFQnQibQts6WiZVN11RFbebhwWJBt2PC59UC62Xl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ