বগুড়া জেলার শিবগঞ্জ এর রহবল হিন্দু পাড়ায় দুটি মন্দিরের রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। খবর পেয়ে থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এই মন্দির হামলার ঘটনায় এলাকার সনাতনী সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। তারা নিরাপত্তাহীনতায় আছেন এবং এ ঘটনার তীব্র নিন্দাসহ বিচার দাবি করেছেন এলাকাবাসী। রহবল হিন্দু পাড়া গ্ৰামের লক্ষ্মী মন্দির কমিটির সভাপতি নিত্যরঞ্জন সরকার বলেন,
গতকাল রবিবার রাতে মন্দিরে প্রণাম করে গিয়ে ঘুমিয়ে পড়ি, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরের রক্ষিত লক্ষ্মী প্রতিমার মাথা ও আরেক প্রতিমার হাত ভাংচুর অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখে আমি তাৎক্ষনিক থানায় ফোন করি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক কুমার এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আমি সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলার প্রস্তুতি চলছে ।
আমরা মানবাধিকার কর্মী হিসেবে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করছি বিষয়টি সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ।
বিকাশ চন্দ্র স্বর্ণকার
মানবাধিকার কর্মী HRCBM ।
https://www.facebook.com/bangladeshjatiohinduchatramahajot/posts/pfbid02YmbR55vPYdxLfiBMFxV5N91GbeFQnQibQts6WiZVN11RFbebhwWJBt2PC59UC62Xl
0 মন্তব্যসমূহ