![]() |
মহানবীকে-সমালোচনা-আটক-করতে-গিয়ে-হামলার-মুখে-পুলিশঠাকুরগাঁও সদর থানা। ছবি: নিউজবাংলা |
মহানবীকে সমালোচনা, আটক করতে গিয়ে হামলার মুখে পুলিশ
এম এস রানা এম এস রানা, ঠাকুরগাঁও ৬ জুলাই, ২০২২ ২১:৩৫
ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, শীবগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে বসে নির্মল কর্মকার মহানবীর বিয়ে নিয়ে সমালোচনা করলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়।
ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে সমালোচনা করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের শীবগঞ্জ বাজার থেকে নির্মল কর্মকার নামে ওই ব্যক্তিকে আটক এবং হামলার ঘটনাটি ঘটে।
৪০ বছর বয়সী নির্মল স্থানীয় নরেশ কর্মকারের ছেলে। তিনি বাজারে দা-বঁটি বানানোর কাজ করেন।
নির্মলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শীবগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে বসে নির্মল কর্মকার মহানবীর বিয়ে নিয়ে সমালোচনা করলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে নির্মলকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় তদন্ত এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। তবে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের কথা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
পরে সদর থানা চত্বরে গিয়ে দেখা যায়, পুলিশের একটি পিকআপ বাম পাশের জানালার কাচ ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক এসআই বলেন,
‘মহানবীকে নিয়ে সমালোচনার কারণে নির্মলকে আটক করে থানায় নিয়ে আসার সময় আমাদের গাড়িতে হামলা হয় এবং আমি একটুর জন্য প্রাণে বেঁচে যাই।’
তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওই এসআই।
এদিকে শীবগঞ্জে গিয়ে দেখা যায়, নবীকে নিয়ে সমালোচনাকারীর বিচারের দাবিতে একদল মানুষ বিক্ষোভ সভা করছেন।
0 মন্তব্যসমূহ