৩ জুন ২০২২ তারিখে রাজম্যান দে এর ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড বাঁশবাড়ীয়া এলাকার ১ং ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক ভাবে জায়গা দখলের উদ্দেশ্য নিয়ে ২জন হিন্দুনারীকে শ্লীলতাহানি ও মেরে আহত করেছে ভূমিদস্যুরা। তিনি লেখেন-
জোর পূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে নিয়ে দুই হিন্দুনারীকে শ্লীলতাহানি ও মেরে আহত করা হয়েছে।
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড বাঁশবাড়ীয়া এলাকার ১ং ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক ভাবে জায়গা দখলের উদ্দেশ্য নিয়ে ২জন হিন্দুনারীকে শ্লীলতাহানি ও মেরে আহত করেছে ভূমিদস্যু আলমগীর ( বড় ছেলে), তৌহিদুল (মেঝ ছেলে)। আহত হওয়া নারীদের চট্টগ্রাম মেডিকেলে (২৮ং ওয়ার্ডে) ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের একজন এর কাছ থেকে জানতে পারলাম, দীর্ঘ ৬বছর ধরে অসহায় হিন্দু পরিবারটির উপর নির্মম নির্যাতন করে আচ্ছে ভূমিদস্যু আমিনুল হক (পিতা), আলমগীর (বড় ছেলে), তৌহিদুল (মেঝ ছেলে)। তারা জাল দলিল বানিয়ে ৫০ শতক এর মত হিন্দুর জায়গা দখল করে এখনো ভোগ করছে। তার মধ্যে আবার ভুক্তভোগীদের জায়গাও দখল করার জন্য অসহায় এই হিন্দু পরিবারটির উপর প্রতিনিয়ত নির্মমভাবে নির্যাতন করে আচ্ছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর পক্ষ থেকে এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সাথে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের যাতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া হয় ।।
রাজম্যান দে
০৩.০৬.২০২২ইং
নিচের ছবিগুলো উক্ত ফেসবুক পোস্ট থেকে নেয়া
ফেসবুক স্ট্যাটাসের লিংক
0 মন্তব্যসমূহ