ভালুকাতে হিন্দুর বাড়ি দখল করে উচ্ছেদের হুমকি দিল মুসলিম প্রভাবশালী

ভালুকাতে হিন্দুর বাড়ি দখল করে উচ্ছেদের হুমকি দিল মুসলিম প্রভাবশালী

বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে তো চলছে। আজ ২৫ অক্টোবর ২০১৪ তারিখের দৈনিক জনকণ্ঠ পত্রিকার দেশের খবর পাতায় প্রকাশিত হয়েছে নিচের ঘটনাটি।


 ভালুকায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের হুমকি বাড়ি দখল

 নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৪ অক্টোবর ॥


ভালুকায় প্রভাবশালী কর্তৃক এক সংখ্যালঘু পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকিসহ চাঁদা দাবি ও লুটপাটের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে প্রভাবশালীদের ভয়ে পরিবারটি আতঙ্কে রয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি। 


জানা গেছে, প্রিয়নাথ চন্দ্র গং ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে আর ও আর ও সরকারী বন্দোবস্ত মূলে ৮ একর ২৩ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি শাহজালাল এ্যাগ্রো লিমিটেডের নামে একটি পোল্ট্রি ফার্ম মালিকের কাছে দুই একর জমি বিক্রি করেন। এরপর থেকে ওই সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের লক্ষ্যে বিভিন্নভাবে হয়রানি শুরু করে পোল্ট্রি ফার্মের মালিক পক্ষের লোকজন। এরই জের হিসেবে ২২ সেপ্টেম্বর উক্ত আদালতে প্রিয়নাথ চন্দ্র (৮০) ও তার দুই ছেলে জগদিশ চন্দ্র (৩৮), রঘুমাথ চন্দ্র (২২) ও মেয়ে জামাতা কাজলের (২৫) নামে ফার্মের অফিস থেকে ২০ লাখ টাকা লুট ও ৫০ লাখ টাকার চাঁদা দাবির একটি মামলা করেন। পরে মামলাটি ভালুকা মডেল থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। এই মামলায় ৮ অক্টোবর বিবাদীগণ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। পরে ১০ দিন আজতবাস করার পর ১৭ অক্টোবর জামিনে মুক্তি পান। 


ভুক্তভোগী প্রিয়নাথ চন্দ্র জানান, 


৮ অক্টোবর ফার্মের মালিক তার অফিসে ডেকে নিয়ে আমাকে মারধর করার জন্য উঠে দাঁড়ান কিন্তু এলাকার লোকজন থাকায় মারতে পারেননি। পরে আমাদের বিরুদ্ধে মিথ্যে চাঁদা দাবি ও লুটপাটের মামলা দেয়। বর্তমানে আমাকে বাড়ি থেকে উচ্ছেদসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। 


এ ঘটনায় ১৯ অক্টোবর ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর-৭২১) করা হয়। এ দিকে এলাকাবাসী জানান, উক্ত পোল্ট্রি ফার্মের মালিক শাহজালাল মজুমদার একজন ক্ষমতাদর ব্যক্তি। তিনি ১২০৭ দাগে কিছু জমি ক্রয় করে বন বিভাগের কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলে নিয়েছেন। 


এ ব্যাপারে হবিরবাড়ি বিটের বিট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, 

উপজেলার ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে মোট জমি রয়েছে ৩১ একর ৫০ শতাংশ। পুরো জমিই বন বিজ্ঞপ্তিত এবং উক্ত দাগে কোন ডিমারগেশন নেই। শাহজালাল এ্যাগ্রোর মালিক অবৈধভাবে সরকারী জমি জবর দখল করে স্থাপনা নির্মাণ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


ফার্মের মালিক শাহজালাল মজুমদার জানান, 

ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে প্রিয়নাথ চন্দ্রসহ স্থানীয় ৭-৮ জনের কাছ থেকে ১২ একর ৭৩ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে এবং বন বিভাগের সঙ্গে মামলার মাধ্যমে ডিগ্রি লাভ করে উক্ত জমিতে কার্যক্রম শুরু করি। এ ব্যাপারে তিনি ক্ষমতাসীন দলসহ বিভিন্ন প্রভাবশালীর নাম উল্লেখ করে আরও বলেন, বিষয়টি সকলেরই জানা রয়েছে। তবে প্রিয়নাথ চন্দ্রের বিরুদ্ধে চাঁদা দাবি ও লুটপাটের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি তার ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য বলেন। 


তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ লিংক


সূত্র লিংক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ