চার মাসে ৬৯ মন্দির আক্রান্ত, দাবি সনাতনী জোটের

গত ১২ ডিসেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়। ফাইল ছবি
গত ১২ ডিসেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়। ফাইল ছবি
 

মন্দিরে হামলার ঘটনা নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনাও করা হয়েছে এ সংগঠনের পক্ষ থেকে।

চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, Published : 27 Dec 2024, 11:09 PM



ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতরের পর চারমাসে সারাদেশে ৬৯টি মন্দিরে ‘হামলা-ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের’ ঘটনা ঘটেছে বলে সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।


জোটের অন্যতম সংগঠক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, 

গত ৫ অগাস্ট থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, 

“দেশের ৪৯টি জেলায় ৫১টি কেস স্টাডি করে আমরা ৬৯টি মন্দিরে ভাংচুর, দখল ও চুরির বিষয়ে নিশ্চিত হয়েছি।”


সনাতনী জোট বলছে,

 “সরকার ও কয়েকটি রাজনৈতিক দল হিন্দুদের ওপর ৫ অগাস্ট পরবর্তী যেসব হামলা চালানো হয় তা আওয়ামী লীগের সাথে জড়িত বলে রাজনৈতিক কারণে হয়েছে বলে সেসবের বৈধতা দেওয়ার চেষ্টা করছে।


“তাই এ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, কারণ ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা মানেই সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করা হয়েছে।”


গণামধ্যমে প্রকাশিত না হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় ‘আরও অর্ধশতাধিক মন্দির ভাংচুর ও দখলের ঘটনার’ তথ্য পেয়েও তা এই প্রতিবেদনে আনা হয়নি বলে জোটের ভাষ্য।


জোট আরও দুটি প্রতিবেদন প্রকাশের জন্য কাজ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর মধ্যে একটি হল- রাজনীতির সঙ্গে জড়িত নয়– এমন হিন্দুদের বাড়িঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং অন্যটি ‘কথিত ধর্ম অবমাননার নামে’ গ্রেপ্তার হিন্দুদের বিষয়ে।



সূত্র: বিডিনিউজ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ