নেত্রকোণায় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা -ছবি: ডেইলি বাংলাদেশ |
নেত্রকোণা প্রতিনিধি, প্রকাশিত: ১৭:৪৮, ৬ ডিসেম্বর ২০২৪
নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের নসিবপুর গ্রামে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহের খান পাঠান এবং নেত্রকোণা মডেল থানার ওসি শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় লক্ষীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি জয়নুল আবেদিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জানা গেছে, এ ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে নেত্রকোণা মডেল থানার পুলিশ অবস্থান করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
সূত্র: ডেইলি বাংলাদেশ
0 মন্তব্যসমূহ