আজান, সনু নিগম, মুসলিম, হিন্দু, সম্প্রীতি, হিন্দুবিদ্বেষ ও বাংলাদেশ - সুষুপ্ত পাঠক

 অফিস যাবার পথে গলির সামনে ভীড় দেখে উঁকি দিলাম। দেখি টাকনুর উপর প্যান্ট তোলা আমাদের পাড়ার বড় ভাই বাসেত আলী গলার রগ ফুঁলিয়ে চেঁচামেচি করছে। বাসেত ভাই এক সময় বিশ্ব সাহিত্য কেন্দ্র’র সঙ্গে জড়িত ছিল। প্রফেসার আবদুল্লাহ আবু সাঈদের সঙ্গে তার কত ছবি দেখেছি। তার কাছ থেকেই গোর্কি-দস্তয়ভস্কির বই নিয়ে প্রথম পড়া। কালের বিবর্তণে তিনি এখন আমাদের পাড়ার তাবলিগ দলের ইমাম! যাই হোক, অফিস টাইম, বেশি দেরি করা যাবে না। কিন্তু না দাঁড়িয়েও পারছি না, শত হলেও বাঙালীর ছেলে, কৌতুহল কিছুতে দমন করতে পারি না। গিয়ে দেখি আমাদের বন্ধু রামকৃষ্ণ বাসেত ভাইয়ের শ্রোতাদের একজন। বাসেত ভাই, হুংকার দিচ্ছেন, কুলাঙ্গার নাস্তিকদের দাঁত ভেঙ্গে দেয়া হবে। সাহস থাকলে প্রকাশ্যে এসে যেন কথা বলে। তখন দেখা যাবে কত বড় কইলজার নাস্তিক তুই…।


রামকৃষ্ণের পেটে খোঁচা দিয়ে ফিসফিস করে বললাম, সাত সকালে ‘জাকির নায়েক’ চ্যাতছে কেন?


রামকৃষ্ণ আমাকে দেখে আজকাল আর খুশি হয় না। সে শুকনোভাবে বলল, আজান নিয়া কটুক্তি করছে জানস না?


-কে সনু নিগম?


-দুর! ঐটা তো ইন্ডিয়াতে। বাংলাদেশের নাস্তিকরাও আজান নিয়া ফেইসবুকে কি সব লিখছে দেখেছ নাই?


-করলে করছে তাতে তর কি?


-তুই তো এসব বলবিই। তোদের কারণেই তো এত অশান্তি। কি দরকার তোদের এসব কটুক্তি করার? জানিস আজান শুনতে আমার কত ভাল লাগে! আমার বাবা আজান শোনার জন্যই মসজিদের জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন যাতে ভোরবেলা আজান শুনে বাবার ঘুম ভাঙ্গতে পারে!


-তারপর যখন মসজিদ কমিটি তোদের জায়গা জমি দখল করতে গেছিল তখন আমরা মানববন্ধন করেছিলাম, নারে? আর যেখানে তোদের পারিবারিক দুর্গা পুজা হতো সেখান থেকে মসজিদটা ছিল বরাবর, তাই তোদের মন্ডব পরের বছর ঘুরিয়ে নেয়া হয়েছিল বাড়ির পিছনে- ঠিক না?


রামকৃষ্ণ মুখ শক্ত করে হাঁটতে লাগল। রামকৃষ্ণের সদরে জামা-কাপড়ের পাইকারী দোকান। সে পর্যন্ত আমরা একসঙ্গেই যাবো। এতখানি পথ আমার সঙ্গে যেতে যেতে রামকৃষ্ণ আর একটি কথাও বলল না। আমি মনে মনে হাসলাম। রামকৃষ্ণ অনেক চেষ্টা করছে মানিয়ে নিতে। চাইছে সবাইকে খুশি করতে। এসব করতে গিয়ে সে নিজের কাছেই হয়ত ছোট হয়ে যাচ্ছে। কিন্তু সেটুকু পরিস্কার করে বুঝতে না পেরে  বন্ধুর উপর রাগ বিরক্তি দেখিয়ে অবদমিত বাষ্পটা বের করে দিচ্ছে…।


ক্লাশ সিক্স থেকে একই ক্লাশে আমি আর রামকৃষ্ণ বেঞ্চিতে বসতাম। একসঙ্গে এসএসসি দিয়েছিলাম। ছোটবেলা থেকেই সাম্প্রদায়িক কটুক্তির মুখে তাকে মুসলিম প্রেমি ইসলাম প্রেমি হবার আপ্রাণ চেষ্টা দেখেছি। নিজেকে উদার ধর্মনিরপেক্ষ, কিছুটা হিন্দু সমালোচক হিসেবে প্রমাণ করেও পাড়ায় ‘মালাউনের বাচ্চা’ গালি থেকে রেহাই মেলেনি। রামকৃষ্ণ একবার ক্লাশে সবাইকে সুরা ফাতেয়া মুখস্ত শুনিয়ে চমকে দিতে চেয়েছিল। ইসলামের নবীর মহানুভবতার গল্প করে তার প্রশংসা করেছিল। তবু সে তার মা কালি আর দুর্গার গোপানাঙ্গ নিয়ে তার সহপাঠিদের আদিরসাত্মক রশিকতা থামাতে পারেনি। একেক সময় সে সহ্য করতে না পেরে আরক্ত মুখে শুধু এটুকুই বলতে পেরেছে, আমিও কিন্তু কইতে পারি, কমু… কমু… থাক, কইলাম না…।


না, রামকৃষ্ণ জীবনেও তার ধর্ম নিয়ে কটুক্তির পাল্টা কটুক্তি করতে পারেনি। আমার খুব ঘনিষ্ঠ বলে আমার কাছে দুর্বল মুহূর্তে স্বীকার করত, আমরা হিন্দু মানুষ। আমরা কিছু কইলেই দোষ হইয়া যাইব…।


কথাটা সত্য। সনু নিগম মাইকে উচ্চ শব্দে আজানের সমালোচনা করেছে বলে মুসলমানদের ঈমানের তেজে টেকাই দায় হয়ে পড়েছে। এদিকে সৌদি আরব বহুদিন আগেই তাদের মসজিদের লাউডস্পীকার থেকে উচ্চ মাত্রায় আজান দেয়া নিষিদ্ধ করেছে। সৌদি প্রেস এজেন্সী (SPA) জানিয়েছিল, সৌদি সরকার মসজিদের লাউডস্পীকার থেকে শব্দ দুষন প্রতিরোধে একটি বিশেষ অভিযান চালাবে। এর অংশ হিসেবে সৌদির পশ্চিমাঞ্চলের আল-বাহাহ্ এলাকার একশটি মসজিদ থেকে লাউড স্পীকার খুলে নিয়ে গেছে সৌদি ধর্মীয় পুলিশ। সৌদি আরব উচ্চ শব্দে আজানের বিরোধীতা করলে দুনিয়ার কোন মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে না। কিন্তু সনু নিগম মাইকে উচ্চস্বরে আজানে তার সমস্যার কথা বললেই দোষ! সনু নিগম কি মসজিদের মাইক খুলে নিয়ে গেছে? ৩ ডেসিবেলের উপরে আজানও যে শব্দ দূষণ এটা কোন মুসলমানকে বুঝানো যাবে না।


রাতে বাসায় গিয়ে পিসি অন করে ফেইসবুকে ঢুকতেই দেখি রামকৃষ্ণের পোস্ট। সে লিখেছে, আমি হিন্দু, কিন্তু আজানের মত সুমধুর সুর আর কিছুর মধ্যে পাই না। যারা আজানকে শব্দ দূষণ বলে তারা মুসলিম বিদ্বেষী! তারা ইসলাম বিদ্বেষী! সনু নিগম ও এদেশের কিছু নাস্তিক নামধারীরা আসলে বিজেপি আরএসএসের সদস্য। আমি এর তীব্র প্রতিবাদ করছি…।


রামকৃষ্ণের ফেইসবুক ফলোয়ার এখন সাংঘাতিক রকম বেড়ে গেছে। রামকৃষ্ণের আজকের পোস্টে মুমিন সমাজ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সোবাহানল্লাহ বলতে বলতে ঝাঁপিয়ে পড়ছে। সবাই কমেন্টস লিখছে, আলহামদুলিল্লাহ দাদা, আপনি হিন্দু হয়ে যা বুঝেন সেটা কুলাঙ্গার নাস্তিকরা বুঝতে পারে না।… মাশাল্লাহ দাদা, আল্লাহ আপনাকে কবুল করুন আমীন… দাদা, আপনি কেন ইসলাম গ্রহণ করছেন না? আল্লাহ আপনাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিক আমিন…।


শেষের কমেন্টসটা পড়ে হাসলাম। রামকৃষ্ণ দুঃখ করে আমাকে বহুদিন বলেছে, বাংলাদেশে জীবনে সে যতবার ইসলাম গ্রহণ করার দাওয়াত পেয়েছে তার তুলনায় সে যদি একবার কাউকে হিন্দু হবার কথা বলত তাহলে তার জীবন হতো শ্যামল কান্ত্রি স্যারের মত…!


রামকৃষ্ণের পোস্টে কমন্টেস করলাম, ভ্রাতা রামকৃষ্ণ, সনু নিগম আজানের বিরুদ্ধে কিছু বলেননি। উনি বলেছেন উচ্চ মাত্রায় মাইকে আজান বাজানোর বিরুদ্ধে। সৌদি আরব নিজেই উচ্চ মাত্রার আজান প্রচার আইন করে বাতিল করেছে। তাহলে সনু নিগম দোষের কি বলেছে?


আমাদের পাড়ার হেফাজত ইসলামের নেতা মাওলানা ইদ্রিস আলী আমার কমেন্টেসের জবাবে লিখল, তোমার কথার প্রমাণ দেও! সৌদি আরব কবে এই সিদ্ধান্ত নিছে তার প্রমাণ দেও!


ইদ্রিস আলীকে নিউজ লিংক দিলাম।


আমার লিংকের জবাবে ডিগ্রী কলেজের সায়েন্সের শিক্ষক ওবাইদুল হক কমেন্টস করল, সৌদি আরব ইসলামের কে- তারা যা করবে সেটাই আমাদের মানতে হবে?


স্থানীয় ছাত্রনেতা হাসান মোস্তাক কমেন্টস দিলো, আজানের বিরুদ্ধে কটুক্তি সহ্য করতে হবে তার জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয় নাই।… নাস্তিকদের এইদেশ থিকা বের করে ছাড়বই ইনশাল্লাহ…!


বাসেত ভাই কমেন্টস করলেন আমাকে ম্যানশেন করে।– সুষুপ্ত, তোর মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে! ইসলাম নিয়ে কোন নয়ছয় কথা একদমই সহ্য করা হবে না…।


রামকৃষ্ণ নিজে লিখল, বাংলাদেশ বিশ্বের একমাত্র অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে আমরা সব ধর্মের মানুষ নিজেদের মত করে শান্তিতে বসবাস করতে পারি! এখানে আমরা হিন্দু মুসলমানরা ভাই ভাই হয়ে সুখে শান্তিতে বসবাস করি। কতিপয় নাস্তিক, ভারতের র’ অনুচররা চায় না বাংলাদেশ অসাম্প্রদায়িকতা বিরাজ করুক। তারাই অপপ্রচার চালিয়ে, আজানের মত সুমধুর ধ্বনিকে কটুক্তি করে ঘৃণা ছড়াচ্ছে…।


রামকৃষ্ণের কমেন্টস পড়ে হাসলাম খালি। আমি জানি সে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ অসহিষ্ণুদের কাছে নিজেকে ‘ভাল অমুসলিম’ সাজিয়ে নিরাপত্তা চাইছে। রামকৃষ্ণের আপন জ্যাঠাতো ভাই কয়েক বছর আগে মুসলমান হয়ে গেছে। সেই ঘটনা আমি জানি। তার ইসলাম গ্রহণের একমাত্র কারণ ছিল এদেশে হিন্দুত্ব পরিচয় ঘোচানো। রামকৃষ্ণকে ইনবক্সে লিখলাম, এইসব সাম্প্রদায়িক জামাতী-হেফাজতী শিবির বিএনপি কমিউনিস্ট আওয়ামী লীগকে তেল মেরে, দালালী করে কোন লাভ হবে না। এই রাস্তাটা ভুল। স্পষ্ট করে সেক্যুলারিজমকেই সমর্থন করা উচিত। নয়ত তোর জ্যাঠাতো ভাইর মত মুসলিম হয়ে ঝাঁকের কৈয়ের সঙ্গে মিশে যেতে হবে। সেটা না পারলে দেশ ত্যাগ করতে হবে- কথাটা মনে রাখিস…।


রামকৃষ্ণ কোন রিপ্লাই দিলো না। আমি তো জানি কেন ও এরকম লিখেছে। হয়ত সেই অস্বস্তিতেই আমাকে ব্লক করে দিলো।


আমাকে ব্লক করার মাস ছয় পর আমাদের পাড়ায় ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা বেধে গেলো। কোন হিন্দু ছেলে নাকি ইসলামের নবীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করেছে। পরে জানা গিয়েছিল কাজটা করেছিল হাসান মোস্তাক। হিন্দু একটা ছেলের আইডির পাসওয়ার্ড চুরি করে তার আইডিতে ঢুকে ইসলামের নবীকে নিয়ে গালি দিয়ে পোস্ট লিখে। মুহূর্তে চারদিকে এই পোস্ট ভাইরাল হয়ে যায়। এলাকায় মিছিল মানবব্ধন হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়ে। এমনিতে তাবলীগ জামাতের বাসেত ভাই, হেফাজত ইসলামের মাওলানা ইদ্রিস আলী ও বিএনপি জামাত কমিউনিস্ট আওয়ামী লীগ রাজনৈতিক পজিশনে একে অপরকে দেখতে পারে না। কিন্তু এই ইস্যুতে তারা ঐক্যমতে পৌঁছোল! পরিস্থিতি খারাপ হতে থাকলে পুলিশ এসে উত্তেজিত জনতাকে বুঝাতে চেষ্টা করল। কিন্তু দ্রুতই উত্তেজনা বাড়তে থাকল। এক পর্যায়ে পুলিশ দূরে দাঁড়িয়ে চেয়ে চেয়ে হিন্দু পাড়ায় হামলা হতে দেখল। রামকৃষ্ণদের বাড়িঘর সব মাটিতে ধসিয়ে দেয়া হলো। আগুন দেয়া হয়েছিল ওদের দোকানে। পঞ্চাশটা হিন্দু বাড়ি ধ্বংস হয়েছিল। এই ঘটনার তিন মাসের মধ্যে সব বেচেবুচে রামকৃষ্ণরা দেশ ত্যাগ করেছিল…।


(গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের কারোর সঙ্গে মিলে গেলে লেখক দায়ী নয়! 😅)


©সুষুপ্ত পাঠক

ফেসবুক থেকে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ