লালমনিরহাটে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। |
২০২০ সালের ১৪ জুলাই নিখোঁজের তিন দিন পর তিস্তার চর থেকে গৃহবধূ দিপালীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, Published : 28 Oct 2024, 07:24 PM, Updated : 28 Oct 2024, 07:47 PM
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় আলোচিত গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।
সোমবার দুপুরে লালমনিরহাটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহা. আদিব আলী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক।
দণ্ড পাওয়া আসামিরা হলেন- উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হলদীবাড়ি এলাকার ওসমান আলী এবং রবিউল ইসলাম।
আদালতের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন,
২০২০ সালের ১৪ জুলাই উপজেলার হলদীবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের তিন দিন পর ১৭ জুলাই উপজেলার দক্ষিণ হলদীবাড়ি এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ২২ জুলাই দিপালীর ভাশুর নির্মল দেব সিংহ ছয়জনের নামে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামি ওসমান আলী এবং রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চারজনকে খালাস দেওয়া হয় বলে জানান আদালত পুলিশের এই পরিদর্শক।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 মন্তব্যসমূহ