![]() |
টাইম স্কয়ারে প্রতিষ্ঠিত দুর্গা প্রতিমার ছবি, ছবিসূত্র |
২০২৪ সালে নিউইয়র্কের টাইম স্কয়ারে ইতিহাসে প্রথমবারের মত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। The Bengali Club, USA এর উদ্যোগ ও পরিচালনায় পূজানুষ্ঠান সুষ্টুভাবে সম্পন্ন হয়। পূজার কদিন সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ প্রতিমার সামনে ভীড় জমায়। সবাই মিলে অঞ্জলী দেয়ার উত্তেজনা ছড়িয়ে গেছে সকল স্তরের বাঙালী কমিউনিটিতে।
চলছে মণ্ডপের সামনে বাংলা গানের কনসার্ট। উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, গানে মাতোয়ারা চারদিক। ছড়িয়ে যাচ্ছে খুশির ঝর্ণাধারা। বাঙালী সংস্কৃতি এভাবেই সৌন্দর্য ও আনন্দের বার্তা হয়ে বিদেশীর হৃদয় ছুঁয়ে দিচ্ছে।
🚨 Durga Puja at Times Square, New York 🇺🇸 pic.twitter.com/dsTqktg14d
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 7, 2024
0 মন্তব্যসমূহ