![]() |
হুমকী দেওয়া চিঠির ছবি |
পঞ্চগড়ে বেনামী চিঠিতে এক সনাতনী পরিবারকে স্বপরিবারে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকা ছেড়ে চলে না গেলে পরিবারের যে কোন একজনকে খুন করার হুমকি দেয়া হয়। অগ্নিবীরের দেওয়া খবরে জানা যায়, গত ১১-১০-২৪ ইং রোজ শুক্রবার, সকাল বেলা একই চিঠি ৫ টি পরিবারে পাওয়া যায়। ৫ টি চিঠিতেই পঞ্চগড় জেলার, আটোয়ারী থানার, সর্দারপাড়া নিবাসী বিশ্বনাথ চন্দ্র বর্মন নামের এক সনাতনীকে স্বপরিবারে এলাকা না ছাড়লে হত্যার হুমকি দেওয়া হয়।
চিঠিতে লেখা আছে
বরাবর,
বিশ্বনাথ চন্দ্র বর্মন
আগামী ০১/০১/০২৫ তারিখের মধ্যে আপনাকে এ এলাকা সপরিবারে ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। এলাকা না ছাড়লে ২০২৫ সালের মধ্যে তোমার পরিবারের একজনকে হত্যা করা হবে।
ইতি
X
উল্লেখ্য: ৫ টি চিঠি ভিন্ন ভিন্ন ৫ টি পরিবারে একই নামে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক!
# লিংক
0 মন্তব্যসমূহ