পূজা পরিষদ ও পূজা কমিটি | অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

পূজা পরিষদ ও পূজা কমিটি | অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
 

স্টাফ রিপোর্টার, প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮ : ০৩ পি.এম.


 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশকে কেন্দ্র করে মঞ্চের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সম্মেষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যুক্ত বিবৃতিতে বলেন, অধিকার আদায়ের আন্দোলন জোরদার হয়ে ওঠার কারণে এ ধরনের ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে, যা সারাদেশে ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর মধ্যে মামলা দায়েরের আগেই দু'জনকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি মনে করে, রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার যখন গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার কাজে এগিয়ে যাচ্ছেন। তখন সংখ্যালঘুদের নিশানা করে এই ধরণের বিদ্বেষমূলক পদক্ষেপ সরকারের যাত্রাকেই প্রশ্নবিদ্ধ করবে এবং ভুল বোঝাবুঝি বাড়াবে।


নেতৃবৃন্দ অবিলম্বে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং আটককৃতদের মুক্তি দিয়ে সম্প্রীতির পরিবেশ বিকশিত করার আহবান জানিয়েছেন।



সূত্র: bahannonews

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ