আদিতমারীতে প্রতীমা ভাঙচুরের চেষ্টা, আটক ১


দৈনিক জামালপুর, প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  


লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোলার দিঘী সন্ন্যাসীর ধাম মন্দিরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি প্রতীমা ভাঙচুরের চেষ্টা করেছেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। অভিযুক্ত রিয়াজুল ইসলাম (৫০) আদিতমারী উপজেলার সবদল কামারটারীর মাবুদ উল্লাহর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন। জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস ভোলার দিঘী সংলগ্ন ‘শ্রী শ্রী সার্বজনীন ভোলার দিঘি সন্ন্যাসীর ধাম’ মন্দিরে থাকা একটি প্রতীমা ভাঙচুরের চেষ্টা করেন রিয়াজুল ইসলাম। তিনি মন্দিরের গেটের বাইরে থেকে বাঁশ দিয়ে প্রতীমা ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর: ২৩। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



সূত্র: দৈনিক জামালপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ