প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা দিল পূজা ফাউন্ডেশন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা দিল পূজা ফাউন্ডেশন

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত


কালবেলা ডেস্ক, আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:৫১ পিএম, অনলাইন সংস্করণ


দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। আসন্ন দুর্গাপূজার ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের সহায়তায় তারা প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে।


গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু ধর্মের প্রধান উৎসব দুর্গাপূজা উদযাপনের ব্যয় কমিয়ে ২০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।


গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই অনুদান বন্যায় আক্রান্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। 


সূত্র: কালবেলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ