নারায়ণগঞ্জে মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগ ও ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, 

Published: 2020-07-03 00:08:33 BdST


নারায়ণগঞ্জের আড়ইহাজার উপজেলায় একটি মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে অজ্ঞাত হামলাকারীরা।


বৃহস্পতিবার সকালে উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বিজয়নগর এলাকায় শ্মশানকালী মন্দিরে এই ঘটনা ঘটে বলে মন্দিরের লোকজন জানান।


তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি।


মন্দিরের পূজারী সাধনা রানী বর্মণ ও তত্ত্বাবধায়ক সুখেন্দ্র কর জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ৮টার দিকে মন্দিরে পূজা দিতে যান তারা। সেখানে গিয়ে মন্দিরের লোহার ফটক ও দুটি দরজা খোলা এবং কালী ও মহাদেব প্রতিমায় আগুন জ্বলতে দেখতে পান।


আগুন দেখে তারা ডাক চিৎকার শুরু করেন এবং পার্শ্ববর্তী জলাশয় থেকে জল এনে প্রতিমার আগুন নেভান বলে জানান।


সুখেন্দ্র কর বলেন, “মন্দিরে মহাদেব প্রতিমার বাম হাতটি ভেঙে প্রতিমা থেকে বিচ্ছিন্ন করা অবস্থায় পাওয়া যায়। রূপার মুকুট ও প্রায় আধাকেজি রূপার অলংকারসহ মন্দিরের মালামাল ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে।”


মন্দির কমিটির সাধারন সম্পাদক লোকনাথ বর্মন বলেন, আগুনে পোড়া ও প্রতিমা ভাঙার বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।


দুপুরে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম এবং বিকালে ইউএনও সোহাগ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।


এর আগে খবর পেয়ে সকালে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি হারাধন চন্দ্র দেসহ অন্য নেতারা ঘটনাস্থলে যান। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে মন্দিরে গিয়েছি।”


কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।


সূত্র: বিডিনি্উজ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ