বাবরি মসজিদের স্থানে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের

বাবরি মসজিদের স্থানে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের
বাবরি মসজিদের স্থানে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের, ছবি:সমকাল


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ১৯:২৫


ভারতের অযোধ্যায় ১৯৯২ সালে দাঙ্গায় গুঁড়িয়ে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারের রাম মন্দির নির্মাণকাজ উদ্বোধনের প্রতিবাদে দু’দফা কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  


সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ প্রতিবাদ জানান। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন। এছাড়া সন্ধ্যায় ‘প্রগতিশীল ছাত্রসমাজের’ ব্যানারে একই স্থানে বামসংগঠনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।


কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ১৯৯২ সালের এক সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে এ মসজিদ ভেঙ্গে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা হয়েছে। এবার ভারতে রাষ্ট্র্রীয় পৃষ্ঠপোষকতায় পুনরায় সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে ধর্মীয় সম্প্রীতি হুমকি। এ ঘটনায় বাংলাদেশে সংসদে নিন্দা প্রস্তাব পাস ও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ঘটনার বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহবান জানান শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা বলেন, ভারত সরকার বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি করে মুসলিম জাতিসত্তার ওপরে আঘাত হেনেছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সংকীর্ণতার দৃষ্টান্তও স্থাপন করা হয়েছে। ভারত যে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র তা আবারও প্রমাণিত হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।


মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, বাবরি মসজিদের স্থলে রাম মন্দির স্থাপনের মাধ্যমে উগ্র হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু মুসলিম বিভাজনের খেলার মাধ্যমে ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার পায়তারা করছে। ভারতের সুপ্রিম কোর্ট এটা স্বীকার করেছে যে, বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে বানানো হয়নি। বরং বাবরি মসজিদের স্থানে মন্দির নয় মসজিদই ছিল।


সন্ধ্যায় কর্মসূচিতে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি আরমানুল হক বলেন, তারা দেখাতে চাচ্ছে, এখানে রামমন্দির ছিল। তবে ভারতের প্রত্মতত্ত্ববিদরা বাবরি মসজিদের এই বয়ান নাকচ করেছে। কিন্তু বিজেপি সরকার আরএসএস দিয়ে ভারতে পরিস্থিতি উত্তপ্ত করছে। পৃথিবীর সর্ব বৃহত গণতান্ত্রিক দেশ বলা হয় ভারত, সেখানে এই কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়াবে। অযোধ্যায় এই পরিস্থিতি বন্ধ করা প্রয়োজন।


প্রসঙ্গত, ১৬ শতকে মুঘল সম্রাট জহিরুদ্দীন মুহাম্মদ বাবর এ স্থানে একটি মসজিদ নির্মাণ করেন। যেটি বাবরি মসজিদ হিসেবে পরিচিতি পায়। ১৯৯২ সালে কট্টরপন্থি হিন্দু জনতা রামের জন্মস্থানে একটি মন্দিরের ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে অভিযোগ তুলে এটি গুঁড়িয়ে দেয়। পর সৃষ্ট দাঙ্গায় প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছিল।


সোমবার মসজিদের স্থলে রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের নির্মাণকাজ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



সূত্র: সমকাল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ