আবু ধাবিতে তৈরি প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন মোদি

আবু ধাবিতে তৈরি প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন মোদি

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ। ছবি-সংগৃহীত


অনলাইন ডেস্ক, প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম


আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে মন্দিরটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার সেই মন্দিরের উদ্বোধনও করবেন তিনিই। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোদির হাতেই উদ্বোধন হবে মন্দিরটির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।   


আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজা। হিন্দু ধর্মের পবিত্র দিনটিকেই বেছে নেওয়া হয়েছে মন্দির উদ্বোধনের জন্য। সেদিন সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধ্যায় হবে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মোদি।


উল্লেখ্য, ২০২০ সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে মন্দিরটি। এটিই সংযুক্ত আরব আমিরাতে নির্মিত প্রথম হিন্দু মন্দির। ১৮ ফেব্রুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।


সূত্র: deshrupantor

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ