রামপালে ধর্মীয় অবমাননায় নারীর বিরুদ্ধে মামলা

রামপালে ধর্মীয় অবমাননায় নারীর বিরুদ্ধে মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১ পিএম


রামপালে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ইয়াছিন খন্দকার নামের এক ব্যাক্তি রামপাল থানায় একটি মামলা করেছেন।

 রামপাল থানা পু্লিশ সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন।


ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট জেলা পু্লিশ সুপার আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করতে পারে বা গুজব ছড়াতে না পারে এ জন্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।#


সূত্র: সংবাদ সারাবেলা

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. বাগেরহাটে সেই রুপালী দাসের জামিন

    স্টাফ রিপোর্টার

    আপডেট : ০১:২৩ এএম, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | ১৬১


    বাগেরহাট কারাগার থেকে সোমবার দুপুরে জামিনে মুক্ত হয়েছেন ৩ সন্তানের জননী সেই রুপালী দাস(৪৫)। রামপাল উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের দরিদ্র গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস ধর্ম অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় ১৩ দিন জেলে ছিলেন। তার জামিনে জেলা পূঁজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃদৃন্দ সন্তোষ প্রকাশ করে অমানবিক ও পরিকল্পিত হয়রানী মূলক এ মামলার যথাযথ তদন্তপূর্বক বিচার দাবী করেছেন।


    রুপালী দাসের আইনজীবী এ্যাড: অসীম কুমার সাহা ও স্বজনেরা জানান, গোবিন্দ দাস ও তার সহধর্মীনী রুপালী দাস রামপালের গৌরম্ভা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর গৌরম্ভা এলাকায় খাস জমিতে বসবাস করেন। এই জমি থেকে পরিবারটিকে উচ্ছেদের জন্য একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন ধরে নানামুখী তৎপরতা চালাচ্ছিল। এনিয়ে এলাকায় একাধিকবার শালিস হয়েছে। অবশেষে গত ২৪ সেপ্টেম্বর রুপলী দাস স্থানীয় টিউবওয়েলে পানি আনতে গেলে সেখানে থাকা মোমেনা বেগম নামে এক মহিলা অভিযোগ করেন, রুপালী দাস ধর্ম অবমাননা করে কথা বলেছে। এরপর রুপালী দাসের বিরুদ্ধে মিছিল হয়। এ ঘটনায় পরদিন স্থানীয় নেতৃবৃন্দ শালিস করে রুপালী দাসকে সকলের সামনে ক্ষমা চাইতে বললে তিনি ক্ষমা চান।


    কিন্তু এর পরদিন ২৬ তারিখ মিছিল রুপালী দাসের বিরুদ্ধে মিছিল হয়। পরে পুলিশ এসে রুপালী দাসকে নিয়ে যায়। এরপর ইয়াছিন খন্দকার নামে এক ব্যক্তি রুপালী দাসের বিরুদ্ধে মামলা করেন। তখন পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠিয়ে দেয়।’


    প্রথম ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে কোন হিন্দু নারী জেলে যাবার চাঞ্চল্যকর এ মামলা সম্পর্কে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, প্রকৃত সত্য উদঘাটনের জন্য অভিযোগের যথাযথ তদন্ত চলছে। ওই এলাকায় সম্প্রীতি সভা করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’


    বাগেরহাটে নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, কেউ কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে. সে যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা (পুলিশ) বদ্ধ পরিকর। রুপালী দাসের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির সঠিক তদন্ত করা হচ্ছে।’


    বাগেরহাট জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় ভদ্র ও সাধারণ সম্পাদক মধুসুদন দাম বলেন, অমানবিক পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার রুপালী দাস জামিনে মুক্ত হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। তদন্তকারী সংস্থার প্রতি তারা ধন্যবাদ জানান। একইসাথে নারীর প্রতি নজিরবিহীন এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
    NewsLink

    উত্তরমুছুন