শায়লা খান বান্না লিখেছেন-
বাংলাদেশে বেশীরভাগ স্কুলকলেজ দাতব্য চিকিৎসালয় তৎকালীন হিন্দু জমিদারের অবদান।
অবিভক্ত ভারতবর্ষের সেইরকম এক জমিদারের বলতে গেলে শেষ বংশধর মীরন সেন গুপ্ত।
মীরন সেনের পূর্বপুরুষেরা চট্রগ্রামে তখনকার সময়ে হাজার কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছিলেন স্কুলকলেজ এবং বিভিন্ন সেবামুলক স্থাপনা নির্মানের জন্য।
মীরন সেনগুপ্তের দাদা যাত্রামোহন সেনগুপ্ত ছিলেন অবিভক্ত ভারতের কংগ্রেস নেতা, কাকা যতীন্দ্র মোহন সেনগুপ্ত ছিলেন মাস্টারদা সূর্যসেনে’র আইনজীবি।
চট্রগ্রামের ডঃ খাস্তগীর স্কুলসহ বহু স্কুলকলেজ তাঁদেরই অনুদানের ফসল।
তারই পুরস্কারস্বরুপ ইজাহার মিয়ারা তাদের সম্পত্তি, বাড়িঘর সবকিছু দখল করে নিয়ে এই মীরন সেনগুপ্তের পরিবারকে পথের ভিখারীতে পরিণত হয়েছে।
ইজাহার মিয়াদের হিন্দুদের সম্পত্তি দখলের মহোৎসবে কতশত হিন্দু পরিবারকে নিঃস্ব হতে হয়েছে, কত পরিবারকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে।
প্রশাসনের কাছে আবেদন বর্নাঢ্য এই পরিবারের শেষ বংশধর মুক্তিযোদ্ধা মীরন সেনগুপ্তের সম্পত্তি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হোক!
বিষয়টি নিয়ে সময়টিভির ভিডিও রিপোর্ট
লিংক: ফেসবুক
0 মন্তব্যসমূহ