ছেলেদের লাভ জিহাদের পরার কয়েকটি কারণ

ছেলেদের লাভ জিহাদের পরার কয়েকটি কারণ

আমার মনে হয় মেয়েদের আর ছেলেদের লাভ জিহাদে পরার কিছু কারণ আছে আলাদা। আমি একজন ছেলে এবং এরকম কন্ডিশন থেকে ফেরত এসেছি তাই জানি। ধর্মের বেসিক না জানা তো সবার ক্ষেত্রেই এক। ছেলেদের কিছু আলাদা কারণ আছে। 


১/ ছেলেরা স্বভাবতই পার্টনারের ব্যাপারে পজেসিভ হয়। মুসলিম মেয়েরা তাদের বোঝায় যে "আমি শুধু তোমার হবো। অন্য কোন ছেলের সাথে কথা পর্যন্ত বলবো না। পর্দা করবো৷ আমার সৌন্দর্য্য কেবল মাত্র তোমার জন্য।" "ফেসবুকে পর্যন্ত ছবি দেবো না।" কিছু হিন্দু ছেলে এই ফাঁদে পরে যায়। তার সাথে আরো আছে, "তোমার বাধ্য হবো। যা বলবে তাই করবো"। পজেসিভ হওয়ার কারণে এইসবের মোহে আটকে যায়৷ 


২/ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে পণ্য হিসাবে দেখানো হয়। আর এটার প্রকৃষ্ট উদাহরণ মুসলিম সমাজ। তাই কোন পুরুষতান্ত্রিক মেন্টালিটির ছেলের ওদিকে যাওয়ার চান্স বেশী। 


৩/ পৃথিবীতে at a time চারটা বিয়ে করতে পারবে। তারসাথে মুতাহ বিয়ে আছে। এর সাথে দাসী আছে। মরলে জান্নাতে গিয়ে ৭২ হুর। ষড়রিপুর মধ্যে কামকে নিয়ন্ত্রণ না করতে পারলে এসবের  মোহে পরা খুব সহজ। 


৪/ বৈধ ভাবে স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তি পাবে। এটাও একটা লোভ। 


লাভ জিহাদে শুধু মেয়েরা না। ছেলেরাও পরে। তাই নিজের আশেপাশে খেয়াল রাখুন।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ