ঘরের বেড়া কেটে সংখ্যালঘু শিশু চুরি, লাশ মিলল সেপটিক ট্যাংকে

ঘরের বেড়া কেটে সংখ্যালঘু শিশু চুরি, লাশ মিলল সেপটিক ট্যাংকে

প্রকাশ: ১০:৪১ pm ১৫-০৬-২০২১ হালনাগাদ: ১০:৪১ pm ১৫-০৬-২০২১, গোপালগঞ্জ প্রতিনিধি

  

ঘরের বেড়া কেটে সংখ্যালঘু শিশু চুরি, লাশ মিলল সেপটিক ট্যাংকে

 

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরের বেড়া কেটে চুরি হয়ে যাওয়া আড়াই বছরের শিশু কন্যা মনীষা সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মুকসুদপুর উপজেলার বাটিকামারী মধ্যপাড়া গ্রামের একটি বাথরুমের সেপটিক ট্যাংক থেকে ওই শিশুটি মরদেহ উদ্ধার করা হয়।


মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গত রবিবার গভীর রাতে প্রদীপ সরকার ও বীণা সরকার তাদের শিশু কন্যা মনীষাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে মনীষাকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মনীষার বাবা সোমবার (১৪ জুন) মুকসুদপুর থানায় একটি অভিযোগ করেন। এরপর থেকে পুলিশ ও তার পরিবারের লোকজন খুঁজতে থাকে। 


মঙ্গলবার দুপুরে ওই দম্পতি প্রতিবেশী তারাপদ মালোর বাথরুমের সেপটিক ট্যাংকের পাশে ছুরি কাচি এবং ট্যাংকের মুখ খোলা দেখতে পায়। এলাকাবাসী বিষয়টি পুলিশে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে চুরি যাওয়া ওই শিশু মনীষার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ পাঠানো হয়েছে।


ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই শিশুটিকে হত্যা করে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।


নি এম/


সূত্র: এইবেলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ