একজন ফেসবুকে উক্তিকারী ( ইউএনও ভাষ্য মতে ফেক আইডি, অর্থাৎ আসামি নিরপরাধ) আসামীর হাতে হ্যান্ডকাপ লাগানো থাকলেও তাকে ধরে নিতে ৮ জনের শক্ত সামর্থ্য পুলিশের দরকার পরে। দুই পুলিশ দুই দিক থেকে আসামীর দুই বাহু কঠিনভাবে পেচিয়ে ধরে রেখেছে; যাতে আসামী পালাতে না পারে, আসামি ভয়ংকর! কিন্তু বাড়ীঘর মঠ মন্দির ভাংচুর অগ্নিসংযোগ লুঠপাট করা দাঙ্গাবাজ ৫ জন আসামীকে ধরে নিয়ে যেতে ২ জন পুলিশই যথেষ্ট। এমনকি হ্যান্ডকাপ পরানোরও প্রয়োজন নাই। ব্যাগে রয়েছে খাবার কাপড়। পুলিশ সম্মানিত অতিথিদের নিশ্চিন্ত মনে বেড়াতে নিয়ে যাচ্ছে।
1 মন্তব্যসমূহ
দুঃখজনক। বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখে খুৃব খারাপ লাগে।
উত্তরমুছুন