(ছবি: ফেইসবুক থেকে সংগৃহীত)
- ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে আমানত স্বরূপ! তাদের উপর কোন রকম হামলা নির্যাতন করতে ইসলাম নিষেধ করেছে।
- আমানতটা কি জিনিস?
- মানে আপনার কাছে অমুসলিমদের নিরাপত্তা রক্ষিত আছে। তাদের উপর যেন জুলুম না করা হয় সেটি আপনি দেখবেন। ব্যাংকে যেমন আপনি টাকা আমানত রাখেন, ব্যাংক আপনার টাকা নষ্ট হতে দেয় না- সেরকমই ইসলাম তার জিন্মায় থাকা অমুসলিমদের উপর যে কোন রকমের নির্যাতন নিপীড়ন থেকে হেফাজতের কথা বলে।
- সেটা কি ইসলামিক খিলাফতের নিয়ম?
- অবশ্যই। চিন্তা করেন ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের কতখানি নিরাপদ রাখার গ্যারান্টি দেয়া হয়েছে।
- শুনেছি এ জন্য অমুসলিমদের ডাবল ট্যাক্স দিতে হয়? জিজিয়া কর নামে সেই ডাবল ট্যাক্স দিয়ে এই আমানত হতে হয়?
- আরে আপনি তো ইসলামী সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করবেন না। কিন্তু বসে বসে নিরাপত্তা নিবেন তাহলে ট্যাক্স দিবেন না?
- ইসলামী সেনাবাহিনীতে তো কোন অমুসলিম যোগদানের বিধান নেই। তারা কোন রাষ্ট্রীয় পদেও বসতে পারবে না। বিভিন্ন সময়ে বিভিন্ন খলিফা অমুসলিমদের নানা পদে বসিয়েছে সেটি ভিন্ন বিষয়, কিন্তু ইসলামী শাস্ত্রে অমুসলিমদের কখনোই মুসলমানদের চেয়ে বড় পদে বসানোর কোন সুযোগ নেই।
- বারে নিরাপদে থেকে শান্তিতে বসবাস করতে পারাটাকেও প্রশংসা করতে পারলেন না? আপনার মনে এত বিদ্বেষ কেন?
- আচ্ছা ধরেন, ইন্ডিয়াতে একটা আইন করা হলো, মুসলমানরা হচ্ছে হিন্দুদের কাছে আমানত স্বরূপ। কোন মুসলমান নির্যাতন নিপীড়ন করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বিনিয়মে মুসলমানদের ডাবল একটি ট্যাক্স দিতে হবে যেটিকে ‘নিরাপত্তা কর’ বলা হবে। আর মুসলমানরা কখনোই প্রশাসনে হিন্দুদের উপর কোন পদে বসতে পারবে না। কিন্তু নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে। মেনে নিতে পারবেন?
- ইন্ডিয়া এমন আইন করলে সারা দুনিয়ার মুসলমান দলে দলে ইন্ডিয়াতে প্রবেশ করে জিহাদের ডাক দিবো!
- কেন, এমন নিরাপত্তার মধ্যে শান্তিতে বসবাসের গ্যারান্টি থাকার পরও কেন সেটাকে প্রশংসা করতে পারছেন না? এত কেন বিদ্বেষ আপনার মনে?
- মুসলমানরা কারো জিন্মি না। মুসলমান দুনিয়া শাসন করতে আসছে!
- ওয়াও! এতক্ষণে আমানত ও জিন্মির মর্যাদার সুমহান আইনের ল্যাঞ্জা বেরিয়ে গেছে!
- ইসলাম বিদ্বেষীরা ইসলামের সৌন্দর্য কি করে বুঝবে! লানত তাদের জন্য!
- যাগগে বাদ দেন। এবার বলেন এই যে বাইতুল মোকাররমের পেশ ইমাম কালকে বললেন, কোন মুসলমান অমুসলমানদের উপর হামলা চালাতে পারে না। তিনি বিশ্বাস করেন নড়াইলসহ অন্যান্য যেসব জায়গায় হামলা চালানো হয়েছে তারা মুসলমান নয়!
- অত্যন্ত সঠিক কথা বলেছেন। কোন মুসলমানই এই কাজ করেনি।
- মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা দিয়ে শুক্রবারগুলিতে এই হামলাগুলি চালানো হয়েছে। মসজিদে কি ইহুদীরা নকল দাড়ি টুপি পরে ইমাম সেজে বসে আছে? রসরাজের আইডি হ্যাক যে করেছিলো তার নাম জাহাঙ্গীর, নড়াইলে যে আকাশ সাহার আইডি নকল করে ইসলামের নবীর নামে পোস্ট দিয়েছিলো তার নামও জাহাঙ্গির ইসলাম, কুমিল্লায় হনুমানের পায়ের নিচে কুরআন যে রেখে এসে হামলা চালিয়েছিলো তার নাম ইকবাল- এরা কি তাহলে ইহুদী নাকি হিন্দু? গুলশান হামলাকারী জঙ্গিদের লাশগুলি তো ঠিকই জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়েছিলো। তবু কেন তারা মুসলমান নয়?
- বেশ করছে! আরো করব! শালা শুধু শুধু নাস্তিকদের কুপায় না! তরা যদি নাস্তিক হবি তাইলে হিন্দুদের জন্য এত দরদ কেন?
- আরে ভাই আপনি রাগছেন কেন? আমি তো আপনার কাছে জিজ্ঞেস করে ইসলামের সৌন্দর্যটা বুঝতে চেষ্টা করছিলাম...
- ইসলামের সৌন্দর্য তর গুয়া দিয়া ভরে দিবো শালা!...
#সুষুপ্তপাঠক
24 July 2022
https://www.facebook.com/susupto.bloger.pathok/posts/pfbid0L9KnrvWzKAYejdoceXQ37298YeCZLgJKgFBPeJrRSXcbmfmHxXip87NyEonLkkuol
0 মন্তব্যসমূহ