মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
https://www.bd-pratidin.com/last-page/2014/01/21/39034
ঝালকাঠি
উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর সহায়তায় সংখ্যালঘুর বাড়ি দখল
সারা দেশে যখন একের পর এক সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে এবং এর প্রতিবাদে সারা দেশ উত্তাল, ঠিক তখনই ঝালকাঠির রাজাপুরে এক সংখ্যালঘু পরিবারের বসতভিটাসহ সর্বস্ব দখল করে নিয়েছে উপজেলা চেয়ারম্যান সমর্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা। নির্বাহী কর্মকর্তা নিজে দাঁড়িয়ে থেকে সংখ্যালঘু পরিবারকে তাড়িয়ে দিয়ে প্রভাবশালী লোককে জমি দখল দিয়েছেন। জমি দখলে বাধা দেওয়ার সময় জমির মালিক মৃত নিমাই চন্দ্র মিস্ত্রীর স্ত্রী অমিয় বালাকে বেধড়ক পেটায় জমি দখলকারীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজাপুর সদরের টিএন্ডটি রোডে এ ঘটনা ঘটে। অমিয় বালা বলেন, 'একশত বছরেরও আগ থেকে পূর্ব পুরুষদের বসতভিটায় আমরা বসবাস করে আসছি। সোমবার দুপুরে পার্শ্ববর্তী প্রভাবশালী কবির ও শিপন নামে দুই ব্যক্তি বেশ কিছু লোকজন নিয়ে এসে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি বের হতে না চাইলে আমাকে কিল-ঘুষি ও লাথি দিতে দিতে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। পরে আমার বাড়ির জমি কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে নেয়। ওই জমিতে আমার স্বামীর চিতা পর্যন্ত রয়েছে।' জমি দখলকারী কবির হোসেন বলেন, 'আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছি। তাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একজন সার্ভেয়ার নিয়ে দখল নিতে এসেছি।' তবে কবির হোসেন তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। অমিয় বালার ছেলে অনিমেষ মিস্ত্রী বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি সরকার ভুলক্রমে এ্যানিমি প্রপার্টিতে লিপিবদ্ধ করেছে, যা নিয়ে ঝালকাঠি আদালতে সরকারের সঙ্গে আমাদের মামলা চলছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, এ জমিই আমাদের শেষ সম্বল। তা দখল হয়ে গেলে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দখলদার বাহিনীর কাউকে পাইনি। কাঁটাতারের বেড়া উচ্ছেদ করে দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, 'ওই জমির মালিক কারা তা আমার জানা নেই। এটি সরকারি জমি বিধায় এক পক্ষকে লিজ দেওয়া হয়েছে।' এ ব্যাপারে রাজাপুর উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু এ প্রতিনিধিকে জানান, তিনি এ ঘটনা জানেন না। তবে সাংবাদিকদের কাছে এ খবর শুনেছেন।
0 মন্তব্যসমূহ