ভাঙ্গায় পাটক্ষেত থেকে নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০২২, ২০:৫৯
https://www.ittefaq.com.bd/600712
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের চৌধুরী কান্দা সদরদী গ্রামের একটি পাট ক্ষেত থেকে বুধবার নুপুর সাহা (২৫) নামের এক নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, মঙ্গলবার সকালে নুনুর সাহা তার কর্মস্থলে পৌরসদরের হোগলাডাঙ্গি গ্রামের আদ-দ্বীন এনজিওর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার ও অফিসের লোকজন। আজ বুধবার বিকেলে এলাকাবাসী রিকার মুন্সির বাড়ির পাশে মামুন সেকের পাটক্ষেতের ভেতরে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আমি সহ সহকারী পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল ফাহিমা কাদের ও জেলা সদর থেকে সিআইডি ক্রাইম সিন পরিদর্শন করি। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত নূপুরের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এছাড়াও তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা।
সূত্র: ইত্তেফাক
0 মন্তব্যসমূহ