গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষক মিল্টন তালুকদারকে মারধোর করে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ........

গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় শিক্ষক মিল্টন তালুকদারকে মারধোর করে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ........


গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় শিক্ষক মিল্টন তালুকদারকে মারধোর করে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ........


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মিল্টন তালুকদার নামে এক শিক্ষককে মেরে গুরুতর আহত করা ও বিষ জাতীয় কেমিক্যাল খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তিনি গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। গত শুক্রবার (২৪ই জুন) বিকালে বোনের বাড়ি যাওয়ার পথে কোটালিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের ব্রিজের উপর এই ঘটনা ঘটে। 


মিলটন তালুকদারের ছোট ভাই সুজন তালুকদার অভিযোগ করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, 

"আমার দাদা গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি গত শুক্রবার আমার বোনের বাড়ি যাওয়ার পথে কোটালিপাড়ার সড়াইডাঙ্গা ব্রিজের উপর গেলে তার পথরোধ করে বর্ষাপাড়া গ্রামের  কিবরিয়া বিশ্বাস, রসুল বিশ্বাস ও দুলাল বিশ্বাস। কিছু বুঝার আগেই আমার দাদাকে বাঁশ ও কাঠ দিয়ে মারধোর শুরু করে। আমার দাদা যখন  নিস্তেজ হয়ে পরে তখন তাকে বিষ জাতীয় ক্যামিক্যাল খাইয়ে দেয়। পরে আমরা খবর পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় কোটালিপাড়া হাসপাতালে তাকে ভর্তি করি। অবস্থা অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাতপাতালে রেফার্ড করে।"

 বিষাক্ত কেমিক্যালের প্রভাবে শিক্ষক মিল্টন তালুকদারের মুখমণ্ডল ঠোঁট এবং জিহবায় ক্ষত দেখা দিয়েছে বলে জানা গেছে।

যতটুকু জানতে পেরেছি, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত মিল্টন তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নিলয় চক্রবর্তী। 

২৮শে জুন ২০২২ ইং।।


ফেসবুক পোস্ট লিংক

Post a Comment

0 Comments