হত্যার আগে অনিলকে দেওয়া হয় ‘ছাগল চুরির’ অপবাদ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি , ১৪ জুন, ২০২২ ২০:০৭
টাঙ্গাইলের মির্জাপুরে ছাগল চুরির সন্দেহে অনিল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার গোড়াই দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের ছেলে রাফি (১৮) ও তার সহযোগীরা পিটিয়েছে অনিলকে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত অনিল চন্দ্র দাস কালিহাতী উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের একটি ছাগল চুরি হয়। মঙ্গলবার দুপুরে শাহিনুরের ছেলে রাফি লাঠি হাতে কয়েকজন সহযোগী নিয়ে দক্ষিণ নাজিরপাড়া এলাকার ব্যবসায়ী আলম মিয়াকে ছাগল চুরির অপবাদ দিয়ে হুমকি দেয়। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা চলে আসে। পথে আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ফালু মিয়ার বাড়ির পাশে মসজিদের সামনে অনিল চন্দ্র দাসকে ছাগল চুরির অপবাদ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় রাফি ও তার সহযোগীরা তাকে লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করে। এ সময় অনিল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোড়াই এলাকার রংধনু নামের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আন্না রানী দাস জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বামী অনিল চন্দ্র দাসকে ঘুমে রেখে কারখানায় যান। দুপুর ২টার দিকে বাসায় ফেরার পথে ভ্যানের ওপর স্বামীর মৃতদেহ দেখে বাড়ির মালিককে জানান। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তিনি বলেন,
'কে বা কারা কী জন্য আমার স্বামীকে খুন করেছে তা আমার জানা নেই। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। '
গোড়াই ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বার আদিল খান জানান, রাফি তার সহযোগীদের নিয়ে ছাগল চুরির অপবাদ দিয়ে অনিল চন্দ্র দাসকে পিটিয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান বলেন,
'গোড়াই দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের ছেলে রাফি ও তার কয়েকজন সহযোগী অনিল চন্দ্র দাসকে ছাগল চুরির অপবাদ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে লোকমুখে জানতে পেরেছি। পুলিশ রাফিসহ তার সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে। '
সূত্র: কালের কণ্ঠ
0 মন্তব্যসমূহ