নারায়ণগঞ্জে মা-মেয়ে খুন: গ্রেপ্তার জোবায়ের রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2022 07:24 PM BdST Updated: 02 Mar 2022 07:24 PM BdST
নারায়ণগঞ্জের বাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের বিচারিক হাকিম নূর মহসিনের আদালত মঙ্গলবার এই আদেশ দেয় বলে আদালত পরিদর্শক আসাদুজ্জামান জানান।
মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় ছয়তলা ভবনের ফ্ল্যাটে ৪৬ বছর বয়সী রুমা ও তার ২২ বছরের মেয়ে ঋতু চক্রবর্তীরকে হত্যা করা হয়। তাছাড়া পরিবারের আরেক সদস্য ফারজানা শীলার ওপর বঁটি নিয়ে হামলা চালায় খুনি। ফারজানার চিৎকার শুনে স্থানীয়রা এসে জোবায়েরকে ধরে ফেলে।
জোবায়ের নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে নিহত রুমার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী মঙ্গলবার নারায়ণগঞ্জ থানায় মামলা করেন।
পরিদর্শক আসাদুজ্জামান বলেন, বিকেলে জুবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিন মঞ্জুর করে।
“জুবায়ের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করছেন, টাকা ও স্বর্ণালংকারের জন্যই মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মা-মেয়ে বা ওই পরিবারের কারও সঙ্গে জোবায়েরের কোনো সম্পর্ক নেই।”
জোবায়েরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমীর খসরু।
সূত্র: বিডিনি্উজ২৪
0 মন্তব্যসমূহ