আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও, প্রকাশ: ০১ মার্চ ২০২২ ২০:১৮:১৯
জমি দখলের পাঁয়তারায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংখ্যালঘু একটি পরিবারের ওপর একাধিকবার হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ বিষয়ে প্রশাসনের কোন সহায়তা না পাবার অভিযোগ তাদের।
ঠাকুরগাঁও সীমান্তের হরিপুরের হাড়িপাড়ায় দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস হাড়ি সম্প্রদায়ের সুমিত্রা রাণী ও তার পরিবারের। গত বৃহস্পতিবার দৃর্বৃত্তের হামলায় তার সেই বাড়িটি লন্ডভণ্ড হয়ে যায়।
সুমিত্রা জানান, ২০০৭ ও ৮ সালে সরকারি ভাবে এই ভিটা পেয়েছিলেন তিনি। কিন্তু এত বছর পর সেই জমি দখলে নানাভাবে হয়রান করছে এলাকার প্রভাবশালী ডালিম ও তার অনুসারীরা।
গেল ২৪শে ফেব্রুয়ারি ২৫ থেকে ৩০ জনের একটি দল বাড়ির আসবাবপত্র ও দেয়াল ভাঙচুর করে। পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকার রাজনৈতিক নেতারা। এ বিষয়ে তারাও প্রশাসনের সহায়তা চান। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এনিয়ে অভিযুক্ত ডালিমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কেউই ক্যামেরায় কথা বলতে রাজি হননি।
সূত্র: একাত্তর টিভি
0 মন্তব্যসমূহ