জামালপুরে প্রতিমা ভাংচুর করতে এসে হাতেনাতে আটক হয়েছে এক দুর্বৃত্ত

মন্দিরের প্রতিমা ভাঙতে এসে আটক দুর্বৃত্ত
মন্দিরের প্রতিমা ভাঙতে এসে আটক দুর্বৃত্ত
 


দুর্বৃত্তের কাছে প্রাপ্ত দেশীয় অস্ত্রশস্ত্র
দুর্বৃত্তের কাছে প্রাপ্ত দেশীয় অস্ত্রশস্ত্র



ভাঙচুরকৃত কালী প্রতিমা
ভাঙচুরকৃত কালী প্রতিমা


উল্লেখ্যঃ আজ ১৪ই নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার দিকে জামালপুর সদর উপজেলার পোস্ট অফিস নান্দিনা, গ্রাম: মহেশপুর, কালীবাড়ি বাজারে অবস্থিত স্থানীয় কালী মন্দির, অতর্কিতে মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন মিলে যখন এই দুর্বৃত্তকে ধরে এবং বেঁধে ফেলে, সেই মুহুর্তে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে প্রশ্ন করছিল, এসব কেন করছো, তোমাকে তো পুলিশে দেওয়া হবে। তখন প্রতিমা ভাঙচুরকারী এই দুর্বৃত্ত সেই হিন্দুদের উদ্দেশ্য করে বলে 


"আমাকে ছেড়ে দে, আমার পিছনে অনেকেই আছে তারা আমাকে প্রতিমা ভাঙচুর  করতে বলেছে, আমাকে পুলিশে দিলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে।"


পরবর্তীতে এলাকার সকলে মিলে প্রতিমা ভাঙচুরে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ  দুষ্কৃতকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেন।


এই দুর্বৃত্তকে জিজ্ঞাসাবাদে মাধ্যমে এদের পেছনে বড় কারা রয়েছে তাদেরকে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। 

১৪ ই নভেম্বর ২০২৪ ইং।


সূত্র: ফেসবুক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ