আমরা ঈদে আনন্দ করব, পূজায় ভয়ে থাকব এটা হয় না- ফরিদা আখতার

আমরা ঈদে আনন্দ করব, পূজায় ভয়ে থাকব এটা হয় না- ফরিদা আখতার


টাঙ্গাইল প্রতিনিধি, ০৮ অক্টোবর, ২০২৪ ০০:০০


আমরা ঈদে আনন্দ করব, পূজায় ভয়ে থাকব এটা হয় না- ফরিদা আখতার


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 

‘আমরা ঈদে আনন্দ করব, পূজায় ভয়ে থাকব—এটা হয় না। পূজায় কেন ভয়ে থাকতে হবে। পুলিশ-আনসার দিয়ে পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করব এটা তো হয় না। এটা আসলেই আনন্দের বিষয়, হিন্দু-মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করতে পারি।

সে জন্য সামাজিকভাবে পরিস্থিতি তৈরি করতে হবে, যেন সবাই আনন্দটা করতে পারি। সবাই চেষ্টা করলে অবশ্যই ভালো একটা পূজা করতে পারব।’


গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, 

এবারের পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়।

বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ, এটা নিয়ে কোনো বৈষম্য হবে না।


এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 

বাংলাদেশ হলো ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা।

আমাদের কোস্ট গার্ড, নৌবাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে। এবার তারা আরো সতর্ক অবস্থানে রয়েছে। ইলিশ চোরাচালানও হয়। স্থলপথেও ইলিশ চোরাচালান হয়। সব ক্ষেত্রেই বিজিবিসহ সবাই সতর্ক অবস্থানে রয়েছে।


সূত্র: কালের কণ্ঠ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ