আপনারা ইতিমধ্যে খুলনায় উৎসব মন্ডল নামক এক স্কুলের ছাত্রের বিরুদ্ধে হওয়া ইসলামী আক্রমণের ঘটনা জানেন। মুসলমানদের ধর্মীয় নেতা নবী মোহাম্মদ সম্পর্কে কটুকথা বলার অভিযোগে উৎসব মন্ডলের বিরুদ্ধে উগ্রবাদী মুসলমানরা জোটবদ্ধ হয়। থানার ভিতরে অবস্থান নেয়া উৎসবকে আক্রমণ করে তার চোখ তুলে নেয়। খুন করার চেষ্টা করে। এ সম্পর্কিত খবর পড়ুন
এই ঘটনার যে ছবিগুলো মূল পত্রিকায় আসেনি, সেই সব ছবি ও ভিডিও এই পোস্টে সংযোজন করা হল। প্রকাশিত চিত্র ও ভিডিওগুলো নিজ দায়িত্বে দেখুন।
!! সতর্কবার্তা !!
কোন কোন ছবি ও ভিডিওর ভয়াবহতা দেখলে আপনার খারাপ লাগতে পারে।
![]() |
ইসলামী উস্কানীবাজ সন্ত্রাসী তাহমিদ |
ইসলামী সন্ত্রাসী তাহমিদ। বন্ধুত্বের মুখোশ পড়ে উৎসব মন্ডলের সাথে মিশতো। সে হিন্দু ধর্ম ও সম্প্রদায় সম্পর্কে আজেবাজে কথা বলে উস্কানী দেয়। উস্কানীর উত্তরে উৎসব যে মন্তব্যগুলো করেছিল, সেগুলো রেখে সে নিজের মন্তব্যগুলো মুছে ফেলে। উৎসেবের করা মন্তব্যগুলো নিয়ে সে মাদ্রাসায় ও মসজিদে মানুষকে জড়ো করে জানায়।
![]() |
ঘটনার অন্তরালের ঘটনা নিয়ে মারুফা রহমানের পোস্ট |
মারুফা রহমান লিখেছেন-কোনোভাবে একটা দাঙ্গা সৃষ্টির কতরকম পায়তারা হতে পারে।এক সপ্তাহ আগে থেকে 'তাহমিদ আল মোহতাদা' নামের এক মাদ্রাসা ছাত্র সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে কটূক্তি ও ব্যঙ্গ করতে থাকে উৎসব মন্ডল নামের ছেলেটিকে। উৎসব ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ খুলনা জিলা স্কুলের ছাত্র।তাহমিদ, গোমুত্র - গোবর, পুজা ইত্যাদি প্রসঙ্গ তুলে অরুচীকর ভাষায়.... উত্যক্ত করতে থাকে উৎসবকে। উৎসবও যুক্তিবিদ্যার ভাষায় প্রতিমন্তব্য করতে থাকে।তারপর তাহমিদ তার নিজের লেখা সনাতন ধর্মকে বিদ্রুপ করা বাক্যগুলো মুছে দেয়। শুধুমাত্র উৎসবের লেখা বাক্যগুলো মাদ্রাসায় প্রচার করতে থাকে।সর্বশেষ যে বাক্যটির অজুহাতে হত্যাকারীরা বাড়ি থেকে টেনে নিয়ে যায় সে বাক্যটি লেখা প্রোফাইল ও মন্তব্য উৎসবের নিজের লেখা কিনা সন্দেহ আছে।সন্ধ্যার পর বাবা-মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়া বাচ্চাটার দু চোখে আঙুল ঢুকিয়ে মাদ্রাসা ছাত্ররা রক্তাক্ত করে।তাহমিদ আল মোহতাদা কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা জরুরী।জামাত-শিবির উৎসব ছেলেটার আয়ুর দায়িত্ব নিয়েছে। আওয়ামী-ছাত্রলীগ বিশ্বজিৎ এর দায়িত্ব নিয়েছিলো। আপনারা কোন দল আর কার কার আয়ু ফুরোনোর কর্তব্য পালনে আগ্রহী। হাত তোলেন
রাকিবুল লিখেছেন-
তাহমিদ নামের এক মাদ্রাসার ছাত্র হিন্দুদের ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করে পোস্ট দিছিলো। যার ফলশ্রুতিতে এই ছেলেও এরকম কমেন্ট করছে। তারপর তাহমিদ নামের ছেলেটা শুধু উৎসব নামের ছেলেটার কমেন্ট দেখিয়ে মানুষকে উস্কানি দিয়েছে। তারপর উৎসব নামের ছেলেটাকে পুলিশের ও সেনাবাহিনীর হাত থেকে ছিনিয়ে নিয়ে চোখ তুলে ফেলছে আর মেরে ফেলছে
বাচ্চা ছেলে আবেগে বলে ফেলছে তাই
তাকে মেরে ফেলবেন এটা কোথায় লেখা আছে।
কোরআন শরীফে কথার লেখা আছে যে বিচার না করে মেরে ফেলতে হবে । পটভূমি দেখা উচিত ছিল।
তাহমিদ নামের ছেলেটার ও বিচার হওয়া উচিত।
আপনি চাইলে দুজনের ছবি দিতে পারি আপনাকে।
![]() |
খুনী আহসানুল হক উসামার ফেসবুক |
![]() |
খুনী আহসানুল হক উসামার ফেসবুক পোস্টে উৎসবের রক্তাক্ত জামা নিয়ে পাশবিক আনন্দ |
উৎসবকে আক্রমণের আগে থানার ভিতরের অবস্থা
আহত হওয়ার আগে থানায় উৎসব মন্ডল
উৎসবের মৃত্যুর খবর প্রচার করে হিংস্র উল্লাস
আহত হওয়ার পর থানার মেঝেতে উৎসব মন্ডলের রক্তাক্ত শরীর
====
0 মন্তব্যসমূহ