২০২৩ সালের দুর্গাপূজার নবমীর রাতে ফেনী জেলার দাগনভুঞার আজিজ ফাজিলপুর পাল বাড়িতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের প্রতীমা ভাঙার অভিযোগ পাওয়া গেছে।
গভীর রাত্রিবেলার কোন এক সময়ে মন্দির ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটায়। কে কেন কীভাবে প্রতীমা ভাঙার মত জঘন্য কাজ করল, তার কোনরকম ক্লু পাওয়া যায় নি। সকালে মন্দিরের সামনে এসে দর্শনার্থীরা প্রতীমার ভাঙামুর্তি দেখতে পায়।
প্রতীমা ভেঙে ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের মনে পূজার আনন্দ, আয়োজন, মনোবল নষ্ট করার এই হীন ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের শাস্তি দাবী করা হয়।
যদিও বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতীমা ভাঙচুরের জন্য সরকারের কোন দুঃখ নেই, কোন অপমান নেই, তবুও হিন্দুরা শান্তিপ্রিয় জাতি হিসেবে সকলকে নিয়ে শান্তি ও সম্প্রীতিতে বাস করতে চায়। যা হয়তো সরকারের ভিতরে থাকা কোন কোন মানুষের অপছন্দের। বিষয়টি নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরে সকলকে হিন্দুবিদ্বেষী দেশী-বিদেশী অপশক্তি সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান করা হল।
0 মন্তব্যসমূহ