এমপি মৃণালকে ‘মালাউন’ বললেন মেয়র বিপ্লব

এমপি মৃণালকে ‘মালাউন’ বললেন মেয়র বিপ্লব
মুন্সীগঞ্জের মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব

কালবেলা প্রতিবেদক, ০১ অক্টোবর ২০২৩, ০২:২৮ এএম, প্রিন্ট সংস্করণ


জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বর্তমান এমপিদের দ্বন্দ্ব ততই প্রকাশ্যে আসছে। প্রার্থিতার নামে তারা স্থানীয় এমপিদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এ ধরনের কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও তা থামছে না; বরং দিন দিন বেড়েই চলেছে। এই অভিযোগে এবার অভিযুক্ত হলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে অকথ্য ভাষায় ভর্ৎসনা ও সাম্প্রদায়িক আক্রমণ করেন।


জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব এমপি মৃণালকে উদ্দেশ করে মালাউন, নপুংশক, চাঁড়ালসহ অশ্রাব্য ভাষায় বক্তব্য দেন। এরপর সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এদিকে, গতকাল শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় এক সংবাদ সম্মেলনে এমপি মৃণালকে নিয়ে ফের অকথ্য ভাষায় গালমন্দ করেন মেয়র বিপ্লব।


সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনে কে হবেন নৌকার প্রার্থী এ নিয়ে চলছে দ্বন্দ্ব। সভা-সমাবেশে একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্যও দিচ্ছেন।


ভিডিওতে দেখা যায়, বিপ্লব জনসভায় বলছেন-


চাকরের পোলা। চাকর ব্যাটা। তোর বাপে ব্যাটা বাজার করে দিছে, পালকি টানছে। ছোট লোক। তুই দেখবি বিপ্লব কী করে। কেউ নির্বাচন করবে না ওর (মৃণাল)। মালাউনের বাচ্চা, শালা। গয়েশ্বর ফেল। শালা তুই যে মিছা কথা কস। মিথ্যাকে সত্য বলে দেখাতে চাস। লোক দেইখ্যা ডরায়ে যাস। কাপুরুষ। নপুংশক কোথাকার। কানা, চক্ষে দেখস না।


বক্তব্যের এক পর্যায়ে এমপি মৃণালের বিরুদ্ধে বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন বিপ্লব। তিনি বলেন, মৃণালের দুই গালে জুতা মারো তালে তালে। এ ছাড়া অকথ্য ভাষায় গালাগাল অব্যাহত রাখেন। বিপ্লব বলেন, অসভ্য কোথাকার, নোংরা, চাঁড়াল। সে তো আল্লাহ-খোদা মানে না। ওতো মুনাফেক, মুখে নবীর কথা বলে, ভেতরে সব বিষ। এই মুনাফেককে দাঁত ভাঙা জবাব দেব আমরা। আওয়ামী লীগের মনোনয়ন পেলেও মৃণালের পক্ষে কেউ নির্বাচন করবে না বলে দাবি করেন বিপ্লব। এ সময় তিনি মৃণালকে প্রতিরোধের ঘোষণা দেন।


সূত্র: কালবেলা

Post a Comment

0 Comments