বুধবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয় |
গাইবান্ধা প্রতিনিধি | ৯ আগস্ট, ২০২৩ ২১:৩২
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন।
এতে বক্তব্য দেন, ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য ময়নুল ইসলাম, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রুমিলা হেমব্রম ও সুচিত্রা তৃষ্ণা মুরমু প্রমুখ।
বক্তারা বলেন,
ঘটনার প্রায় সাত বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সম্পত্তি ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। সাঁওতাল হত্যা আলোচিত ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে সেখানে ইপিজেড নির্মাণের পাঁয়তারা করছে একটি চক্র। ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এজাহারভুক্ত আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে মামলার অভিযোগপত্র থেকে। প্রকাশ্যে সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগকারী পুলিশ সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। এসব ঘটনায় ক্ষুব্ধ সাঁওতালরা। প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাঁওতাল নেতারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ কাটতে যান। এতে বাপ-দাদার সম্পত্তি দাবি করে আখ কাটতে বাধা দেন সাঁওতালরা। এ সময় চিনিকল শ্রমিক, পুলিশ ও সাঁওতালদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে রমেশ টুডু, শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি নামে তিনজন সাঁওতাল নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন। এরপর সাঁওতালদের উচ্ছেদের নামে বসতবাড়িতে অগ্নিসংযোগ করে পুলিশ।
এরপর থেকে হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সাঁওতালরা।
সূত্র: দেশরূপান্তর
পূর্বের খবর:
২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী
0 মন্তব্যসমূহ