ধর্ম, অধর্ম ও রিলিজিয়নের পার্থক্য

ধর্ম, অধর্ম ও রিলিজিয়নের পার্থক্য


ধর্ম = যে গুণাবলী প্রাণী, উদ্ভিদ সব কিছুকে ধারণ করে রাখে, বাঁচিয়ে রাখে।


অধর্ম = ধর্মের ঠিক বিপরীত। যা সবকিছুর বিনাশ করে। 


রিলিজিয়ন = উপাসনা পদ্ধতি। এটা কোনো ধর্ম নয়। এই রিলিজিয়ন নিয়েই মানুষ মারামারি করে। 


এ বলে আমি বড়ো = আমার কাছে এসো আমি তোমাকে উদ্ধার করবো, পথ দেখাবো। 


ও বলে- না, আমি বড়ো, ও ছোট, আমার কাছে এসো নইলে গর্দান নেবো। ভয় দেখায়। 


ধর্ম বলে= সর্বম খল্লিদং ব্রহ্ম= সকলের মধ্যেই ঈশ্বর বাস করেন তাই সব কিছুকেই ভালোবাসো। তাতেই ধর্ম করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ