সারা দেশ ব্যপী সংখ্যালঘু নির্যাতনের মহোৎসব চলছে, মিডিয়া নিরব দর্শক প্রশাসন চোখ বন্ধ করে আছে প্রশাসনের নিরবতা আর ধর্মান্ধদের উগ্রতা দেখে আমরা বাকরুদ্ধ। নড়াইলের ঘটনায় এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এমনকি আওয়ামীলীগের তরফ থেকে কোনো বিবর্তি দেওয়া হয়নি কে দিবে বিবৃতি? প্রধানমন্ত্রী নামাজে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমে দলীয় নেতারা মৌনব্রত সুশীল সমাজ শান্তি সমাবেশের অপেক্ষায় প্রশাসন উপরের নির্দেশের অপেক্ষায়। রামু থেকে নাসির নগর কুমিল্লা থেকে নড়াইল গত ১৩ বছরে ৪ হাজারের বেশি হামলা হয়েছে সংখ্যালগু সম্প্রদায়ের উপরে তার একটারও বিচার হয়নি। এইসব ঘটনা কোনো বিছিন্ন ঘটনা নয় এই গুলি সবই পরিকল্পিত ঘটনা। আমরা একটা জিনিস লক্ষ করেছি যখনি মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে ধর্ম অবমাননার দোহাই দিয়ে হিন্দু বাড়ি ঘরে হামলা, হত্যা, অগ্নি সংযোগ লুটপাট করা হয় তখনই সরকারের তরফ থেকে একজন দাড়িয়ে মিডিয়ার সামনে বলতে শুনি সমস্ত ঘটনার বিচার করা হবে আমরাও সরকারের কথা বিশ্বাস করে আবার বুক বেঁধে বাঁচার স্বপ্ন দেখি। রামুর উওম বড়ুয়া, রসরাজ, পরিতোষ, জয়দেব, ঝুমন দাস, রুমা দিদি নড়াইলের আকাশ সাহা প্রত্যেকেই মিথ্যা ধর্মীয় অনুভূতির অভিযোগে ৫৭ ধারায় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যখনই ধর্মীয় অনুভূতির কথা বলে হিন্দুদের বাড়ি ঘরে হামলা অগ্নি সংযোগ লুটপাট করা হয় তখন আওয়ামীলীগ, বিএনপি জামাত হেফাজত জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধ হয়েই কাজটা সুসম্পন্ন করে। বাংলাদেশের সংখ্যালগু সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত আতংকের মধ্যে আছে ১৯৭১ সালে কি আমরা এই বাংলাদেশ চেয়ে ছিলাম?
প্রতিটি ঘটনা পূর্ব পরিকল্পিত যতো গুলি ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনা ফেসবুক আইডি হ্যাঁক করে করেছে। কুমিল্লার ঘটনায় যখন ওসির সামনে লাইভে এসে উসকানি দেওয়া হচ্ছিলো তখন ওসি নিরব ভূমিকা পালন করেছিলো। একের পর এক যখন হামলা অগ্নি সংযোগ লুটপাট হত্যা চলছিলো প্রশাসন নির্বিকার ছিলো। যখন প্রমাণিত হলো ঘটনার মূল নায়ক ইকবাল তখন ইকবালের ফাঁসি চেয়ে কিংবা বিচার চেয়ে কেউ মিছিল করেনি এমনকি ইকবালের বাড়িতে কেউ ভুল করে একটা ঢিলও ছুঁড়েনি। এদেশে ভোটের রাজনীতিতে আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে সংখ্যালগুদের ভোটকে পুঁজি করেই আসে আর ক্ষমতায় আশার পড় সংখ্যালগুদের নিরাপত্তা দিতে ভুলে যায় আওয়ামীলীগ। আওয়ামীলীগ যখন ক্ষমতায় থাকে তখন শেখ হাসিনা তথা মুষ্টিমেয় কিছু লোক ক্ষমতায় থাকে কিন্তু আওয়ামীলীগ যখন হারে তখন এদেশের সংখ্যালগুরা হারে। আওয়ামীলীগ নেতারা মনে করে হিন্দুরা এদেশে থাকলে ভোটটা আমার চলেগেলে জমিটা আমার এই চিন্তা চেতনা থেকে বেড়িয়ে আসতে হবে। সরকারের কাছে আমাদের দাবী আপনারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে দিয়ে ক্ষমতায় এসেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন। সংখ্যালগুদের পাশে থাকুন যারা ধর্মকে পুঁজি করে এইসব কজ করছে এরা ৭১ সালের পরাজিত শক্তি ওদের পাতানো ফাঁদে আওয়ামীলীগ কেন পা দিবে ?
হরলাল মৈশাল
যুগ্ন আহব্বায়ক
শরীয়তপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid07weDRAZCoVMscrWJznw9qcqQUNkC2hb8sJqgP7g66BXdVJfLrbCSyhPEgvNqJSjdl&id=100082249601575
0 মন্তব্যসমূহ