![]() |
আটক সায়েদা বেগম |
শাখা-সিঁদুর পরে মন্দিরে চুরি করতে এসে আটক সায়েদা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২১:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে বাসন্তী পূজা চলাকালে শাখা-সিঁদুর পরে সোনার চেইন চুরির অভিযোগে সায়েদা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছেন সেখানকার ভক্তরা। রবিবার (১০ এপ্রিল) দুপুরে মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আটকের পর প্রথমে ওই নারী নিজেকে সাথী রায় নামে পরিচয় দেন। পরে এলাকাবাসী ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান তার নাম সায়েদা বেগম। তার বাড়ি নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। তার স্বামীর নাম উসমান গনি। পরে তাকে এলাকার লোকজন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ছিল সনাতন হিন্দু সম্প্রদায়ের বাসন্তী মায়ের নবমী পূজা। পৌর এলাকার কান্দিপাড়ার রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়। বিকালে সায়েদাসহ একাধিক সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য শাখা-সিঁদুর পরে ওই মন্দিরে যান। সেখানে তারা একাধিক নারীর কাছ থেকে সোনার চেইন নিয়ে নেন। একপর্যায়ে ধরা পড়েন সায়েদা।
এ বিষয়ে সদর থানার ওসি জানান, ‘ওই নারীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/এমএএ/
সূত্র: বাংলা ট্রিবিউন
0 Comments