নিলয় চক্রবর্তী, 25 January at 11:35
হিন্দু পাড়ার মন্দিরে, বাড়ির দেয়ালে, গাছে লাগানো হলো পোষ্টার, যেখানে লেখা আছে....
"হিন্দু পলিয়া বেটারা ও আদিবাসি বেটারা এবং যালিয়া বেটারা আমি যদি ভোট না পাই খোদার কসম খেয়ে বলছি ভোটের পরে সব বেটাদের ব্যবস্থা করবই।"
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৪টি পাড়ায়। রবিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উক্ত ওয়ার্ডের বানপাড়া, মালিয়াপাড়া, নদীপাড়া ও আদিবাসীপাড়া এলাকায় এই পোস্টার সাঁটায় অজ্ঞাতরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, আগামী ৩১ জানুয়ারির ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ এমন আতঙ্ক ছড়িয়েছে। উক্ত ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে, গতকাল সোমবার বিকেল ৩টায় ওই চার গ্রামে বৈঠক করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং স্থানীয় কোতোয়ালি থানার ওসি উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় একজন ভোটার বিউটি রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন,
"সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় লিফলেটটি দেখতে পাই। লিফলেটে আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। সামনে আবার ভোট। এখন কী করব। মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কে যে হুমকি দিল, কিছুই তো বুঝতেছি না। এভাবে চলতে থাকলে আমরা ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে পারব না। "
একই এলাকার গঙ্গাধর রায়, সুভাষ চন্দ্র সরকার, বেলী রায়সহ কয়েকজন জানিয়েছেন,
"ভোটের আগেই এমন চিঠি। তাহলে পরে কী হবে? এটা তো প্রচ্ছন্ন হুমকি। এর আগেও ২০১৪ সালে ভোটের সময় হামলার ঘটনা ঘটেছিল।"
বাংলাদেশে নির্বাচন পরবর্তী হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা কিংবা সহিংসতার ঘটনা নতুন কিছু নয়, যেসব এলাকায় এধরণের পোষ্টার সাঁটানো হয়েছে অবিলম্বে সেইসব এলাকায় ভোটের আগে পরে প্রশাসনের তরফ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক, সেইসাথে এই কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।।
নিলয় চক্রবর্তী।
২৫শে জানুয়ারি ২০২২ ইং।।
সূত্র: ফেসবুক
0 মন্তব্যসমূহ