ঘোষণা


বাংলাদেশের হিন্দু হিসেবে কেমন জীবন যাপন করি সে বিষয়ে বিশ্বকে জানানোর জন্য আজ এই ব্লগ চালু করা হল। এই দেশে হিন্দুরা সামাজিক, রাজনৈতিক জীবনে কি কি ঘটনার মুখোমুখি হয়, কোন ধরনের ঘটনার শিকার হয় সেই সব অমানবিক ইতিহাস এই ব্লগে প্রকাশ করা হবে। সাধারণ অশিক্ষিত মানুষ শিক্ষিত জনগণ,  রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী প্রমুখ হিন্দু ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে যে সব ভাবনা ভাবে, বক্তব্য দেয় তার প্রতিচ্ছবি এই ব্লগে তুলে ধরতে চাই। আশা করি যে সকল মুক্তচিন্তার, মানবিক, গণতান্ত্রিক, সহানুভূতিশীল মানুষ আমাদের পাশে থাকবেন।

গত অক্টোবর মাসে সারা দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার উপর ইসলামী সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় এই ব্লগের প্রয়োজনীয় বোধ করেছি। বিভিন্ন জনের কথায় মনে হয়েছে হিন্দুদের উপর এই যে আক্রমণ, হিন্দু মন্দির ধ্বংস, প্রতিমার অপমান, মানুষ খুন, নারীদের শ্লীলতাহানি এসব বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আসল ঘটনা তা নয়। বাংলাদেশের সংবিধান বিকৃত হয়ে গেছে। যার ফলে দেশের সব ক্ষেত্রে হিন্দুবিদ্বেষী ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। এমন কোন কর্মক্ষেত্র নেই, যেখানে হিন্দুরা অপমান, অবহেলার শিকার হন না। এর সব কিছুই আমি এই ব্লগে অকপটে প্রকাশ করার আশা রাখি।

হিন্দুরা মুক্তপ্রাণের জয়গান গায়। সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করার শিক্ষা পায় শৈশব থেকেই। তাদের এই উদার মানবিক জীবনযাত্রার বিপরীতে যে আচরণ তারা পেয়ে থাকে, তার প্রতিটি ঘটনা প্রকাশ হওয়া উচিত। হিন্দুদের সহনশীল দর্শনবোধকে যেভাবে বাংলাদেশের আরবীয় দর্শনবোধ প্রভাবিত জনগোষ্ঠী মূল্যায়ন করে তার বিবরণ প্রকাশ্যে আসা উচিত। সেই লক্ষ্যে এই কার্যক্রমের সূচনা করা হল।

আমাদের আশৈশব যে চেতনা তা অক্ষুন্ন রেখেই প্রাত্যাহিক ঘটনাবলীর দিকে আলোকপাত করতে চাই। আমরা এই দেশে প্রতিদিন প্রতিটিক্ষেত্রে অপমানিত হই, বিদ্বেষপূর্ণ আচরণের শিকার হই,  তবুও বলি-

সর্বে ভবন্তু সুখিনঃ

সর্বে সন্তু নিরাময়াঃ।

সর্বে ভদ্রাণি পশ্যন্তু

মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।

ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ


অর্থাৎ ----

সবাই যেন সুখী হয়, সবাই যেন নিরাময় লাভ করে, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কেউ যেন কখনও দুঃখ বোধ না করেন। সকলের শান্তি লাভ করুন। - বৃহদারন্যক উপনিষদ ১/৪/১৪


উল্লেখ্য যে, বিভিন্ন পত্রিকা এবং ওয়েবসাইটে খবর দিয়ে এই ব্লগ সাজানো হবে। দেখা গেছে যে কয়েক বৎসর পর বাংলাদেশের পত্রিকার ওয়েবসাইটগুলোর লিংক ঠিকমতো কাজ করে না। ফলে কি ঘটনা ঘটেছিল তার কোন খোঁজ আর পাওয়া যায় না। নির্মম, অমানবিক, হিন্দুবিদ্বেষী ঘটনাগুলো কেউ যেন ভুলে না যায় সেজন্য এই ব্লগসাইট আর্কাইভ হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, সকল খবর ও ঘটনা যথাযথ সূত্র বা লিংক উল্লেখ করে প্রকাশ করা হবে।

ধন্যবাদ সকলকে

Post a Comment

0 Comments