রিলিফ দেয়ার আড়ালে ইসলামী কার্যক্রম


 

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্ট মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক বন্যায় দেশের সকলে এগিয়ে এসেছেন। সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রাণ বিতরণে ঝাপিয়ে পড়েছে। এর মধ্যে হিন্দুবিদ্বেষী দুএকটা ঘটনার কথা জানা গেছে। ইসলামী মানসিকতার মানুষেরা যেখানে যাবে সেখানেই কোন না কোন একটা সমস্যা তৈরি করবে। তার মধ্যে একটা ঘটনা নিম্নরূপ।


ভিডিওটি মাদ্রাসার লোকেরা প্রথমে তৈরি করেছে। ব্যাকগ্রাউন্ডে 'বেদাত করোনা' লাইনযুক্ত গান বাজছে। পরবর্তীতে অন্য সূত্র থেকে সংগৃহিত ভিডিওটি কোন স্থানের তা যাচাই করা যায় নি। ভিডিওতে দেখা যাচ্ছে একজন দাড়ি টুপিওয়ালা মুসলিম রিলিফ দিতে গিয়েছেন। সেখানে একজন হিন্দু নারীর কোলে থাকা বাচ্চার কোমর থাকা সুতায় বাঁধা তাগা, ধর্মীয় উপাদান কাচি দিয়ে কেটে দিচ্ছে। 


এই হল জিহাদী মুসলিম। আর এই হল ইসলামের প্রধান শিক্ষা। অন্যের বিশ্বাস নিয়ে কটুক্তি করা, অন্যের বিশ্বাসকে আঘাত করা ছাড়া এদের আর কী আছে? এসব উস্কানীমূলক বেয়াদপী কার্যক্রম এরা কোত্থেকে শিখেছে?


সূত্র:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ